Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

কেন তিন বছর ধরে সঙ্গম থেকে দূরে? নেপথ্যের কারণ ফাঁস উরফির

বোমা ফাটালেন উরফি।

Urfi Javed Reveals She Has Not Had Sex In 3 Years
Published by: Akash Misra
  • Posted:August 27, 2024 1:34 pm
  • Updated:August 27, 2024 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব ফ্যাশন সোশাল মিডিয়ায় ভাইরাল উরফি জাভেদ। কিন্তু শুধু ফ্যাশন নয়, তিনি যা বলেন, তাও চট করে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। এই যেমন, নিজের শো কর লো ইয়ার-এর প্রচারে এসে এমন এক বোমা ফাটালেন উরফি, যা শুনে চক্ষু চড়ক গাছ নেটপাড়ার!

ব্যাপারটা একটু খোলসা করা যাক বরং। সম্প্রতি উরফি তাঁর টক শো ‘কর লো ইয়ার’-এর প্রচারে এসেছিলেন, সেখানেই স্পষ্ট বলেন, প্রায় ৩ বছর হল তিনি প্রেমে বা সঙ্গম থেকে দূরে। উরফির কথায়, ”প্রায় তিন বছর হল কোনও পুরুষকে চুমু খাইনি। কোনও পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়নিয তবে এর নেপথ্যে একটা কারণ রয়েছে। তা হল, আমি নিজেকে কথা দিয়েছি। যতদিন না পর্যন্ত আমার নিজস্ব জেট প্লেন হবে, ততদিন পর্যন্ত আমি সঙ্গমে লিপ্ত হব না! এখন সেটার অপেক্ষাতেই রয়েছি।”

Advertisement

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

সোশাল মিডিয়া স্টার জানান, তিনি যে কাজটা করেন তা করার জন্য একটা ‘এক্স ফ্যাক্টর’ লাগে। সেই সঙ্গে প্রয়োজন ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাই উরফিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, কোনও কিছুর পরোয়া না করেই নিজের কাজ চালিয়ে যেতে চান উরফি। তাঁর মতো যদি কেউ এই কাজটি করে দেখাতে পারেন তিনি খুশিই হবেন বলেও জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement