Advertisement
Advertisement

স্বচ্ছ পোশাক পরে কটাক্ষের মুখে উরফি, সামান্থার সঙ্গে তুলনা করে সংবাদমাধ্যমকে তোপ

কী বললেন উরফি জাভেদ?

Urfi Javed points out double standards as she compares her fashion sense to Samantha | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 5, 2022 8:40 pm
  • Updated:May 5, 2022 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরার সামনে নানা কাণ্ড ঘটিয়ে থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। তার সৌজন্যেই খবরের শিরোনামে উঠে আসে তাঁর নাম। কখনও খোলামেলা পোশাক পরে ফটোশুট, তো কখনও যৌন আবেদন ভরা উদ্দাম নাচ। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি। উরফির এমন কীর্তির জন্য তাঁকে কত কিনা শুনতে হয়। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়েন তিনি। তবে উরফি, সে সবকে পাত্তা দেন না। বরং কীভাবে আরও সবাইকে হতবাক করা যায়, তা নিয়েই ফন্দি আঁটতে থাকেন।

Urfi Javed Reveals Her Pic Was Uploaded To Adult Site

Advertisement

তবে উরফি এবার ক্ষেপে উঠলেন। সংবাদমাধ্যমের দ্বিচারিতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিলেন। উরফি ইনস্টাগ্রামে আপলোড করেছেন দুটি খবরের স্ক্রিনশট। একটিতে স্বচ্ছ পোশাক পরায় তাঁকে ব্যঙ্গ করা হয়েছে, অন্যটিতে একই ধরনের পোশাক পরায় সামান্থার প্রশংসা করা হয়েছে। উরফি আপত্তি এখানেই। তাঁর কথায়, আমি পড়লে নোংরা, আর সামান্থা পরলে সাহসী! আজব দ্বিচারিতা তো।

[আরও পড়ুন: বন্ধ হচ্ছে না ‘কফি উইথ করণ’! টক শো নিয়ে নতুন খবর শেয়ার করলেন সঞ্চালক করণ]

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।

নিজেকে কীভাবে খবরে রাখতে হয় তা ভালই শিখে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তাই তো প্রায় প্রতিদিনই এমন কিছু একটা করে দেন, যে গোটা সপ্তাহ উরফিকে নিয়েই মত্ত থাকে গুঞ্জন পাড়া। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রুপ, সবই হয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না অভিনেত্রী। তিনি নিজের কাজেই মগ্ন থাকেন। আর নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতেই থাকেন।

Model Urfi Javed dons a pink plastic top

[আরও পড়ুন: ঋতুপর্ণা জিলিপির থেকেও প্যাঁচালো! হঠাৎ এমন কেনও বললেন খরাজ?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement