Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

করোনা আক্রান্ত উরফি জাভেদ! জ্বরে কাবু তারকার ঠোঁট ফুলে ঢোল

ইনস্টাগ্রামে নিজের এই ছবি শেয়ার করেছেন উরফি।

Urfi Javed not Feeling well | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 16, 2023 7:55 pm
  • Updated:April 16, 2023 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে নিজের আজব ফ্যাশনের ছবি, ভিডিও আপলোড করেন। কিন্তু রবিবার উরফি জাভেদ (Urfi Javed) যে ছবি ইনস্টাগ্রামে আপলোড করলেন, তাতে আঁতকে উঠলেন তাঁর অনুরাগীরা। জ্বরে কাবু সোশ্যাল মিডিয়া সেনসেশন। তাতেই তাঁর ঠোঁট ফুলে ঢোল।

Urfi-Insta-Story

Advertisement

রবিবার নিজের ঠোঁটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন উরফি। তাতেই কোভিডের আশঙ্কা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া তারকা। জানান, জ্বরে কাবু হলে তার ঠোঁটের এমন অবস্থা হয়। হাঁসের মতো ফুলে যায় দু’টি ঠোঁট। তবে এই জ্বর করোনা ভাইরাসের জেরে না শুধুই ভাইরাল জ্বর, তা জানা যাবে রিপোর্ট এলে।

[আরও পড়ুন: এ বছরে বাংলার প্রথম হিট! বক্স অফিসে কামাল ‘দ্য একেন’-এর, প্রথম সপ্তাহের আয় কত?]

সোশ্যাল মিডিয়ায় কবে উরফি কী ঘটাচ্ছেন, তা নিয়ে উৎসাহের কমতি নেই। কেউ করেন প্রশংসা, কেউ আবার সমালোচনায় মুখর হন। তবে এখন উরফির এমন দশা দেখে তাঁর অনুরাগীরা ব্যথিত। সোশ্যাল মিডিয়া তারকার আরোগ্য কামনা করেছেন তাঁরা।

Urfi

 

এদিকে উরফি আবার প্রযোজক নীরজ পাণ্ডের সহকারী বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি দাবি করেন, এক ব্যক্তি নীরজের সহকারী বলে পরিচয় দিয়ে ফোন করেন। নতুন প্রজেক্টের কথা বলে প্রযোজকের সঙ্গে দেখা করতে বলেন। উরফি প্রজেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন। এতেই নাকি ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, উরফি নীরজকে অসম্মান করেছেন আর যে ধরনের পোশাক তিনি পড়েন তার জন্য তাঁকে খুন করে দেওয়া উচিত।

Urfi-Insta-Story-1

[আরও পড়ুন: সেলফি তুলতে আসা ডেলিভারি ম্যানের সঙ্গে এ কেমন ব্যবহার! ভাইরাল ভিডিওয় বিতর্কে হৃতিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement