Advertisement
Advertisement
Urfi Javed

সঙ্গমে রাজি? মিলবে অভিনয়ে সুযোগ! পরিচালকের মেসেজের স্ক্রিনশট শেয়ার উরফির

খোলামেলা পোশাক পরার কারণে মাঝে মধ্যেই বিতর্কের মুখে পড়েন উরফি।

Urfi Javed makes allegations against casting director | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 22, 2022 5:24 pm
  • Updated:February 22, 2022 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে থাকাটা একেবারেই অভ্যাস বানিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ফটোশুট, তো কখনও যৌন আবেদন ভরা উদ্দাম নাচ। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি জাভেদ। তবে এবার হোয়াটসঅ্যাপের একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টরের পর্দা ফাঁস করলেন অভিনেত্রী! বলিউড জুড়ে শুরু হল নতুন বিতর্ক। 

সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে ওবেদ আফ্রিদির নামের পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ তুলেছেন। উরফির অভিযোগ এই কাস্টিং ডিরেক্টর অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার অছিলায় উরফির সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন! শুধু তাই নয়, উরফির অভিযোগ নানাভাবে হুমকিও নাকি দিয়েছেন এই পরিচালক। 

Advertisement

[আরও পড়ুন: ‘ক্রমাগত হুমকি পাচ্ছি’, ‘গেহরাইয়াঁ’ মুক্তির পর মুখ খুললেন পরিচালক শকুন বাত্রা]

তবে উরফির অভিযোগকে একেবারেই মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত কাস্টিং ডিরেক্টর। তাঁর কথায়, উরফি একেবারেই মিথ্যে বলছেন। উরফি শুটিংয়ের নিয়ম না মানায়, তাঁকে প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়। আর তারপরেই এ ধরনের অভিযোগ তুলছেন অভিনেত্রী।

কাস্টিং ডিরেক্টরের এই মন্তব্যকেও চ্যালেঞ্জ জানিয়েছেন উরফি। অভিনেত্রীর কথায়, ‘শুধু আমাকে নয়, আরও কয়েকজন অভিনেত্রীকেও এই ধরনের কুপ্রস্তাব দিয়েছেন ওবেদ। সেই প্রমাণ আমার কাছে রয়েছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urfi (@urfijavedofficial)

আপাতত, উরফির এই স্ক্রিনশট দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমনকী, উরফি বিতর্কে দুভাগে বিভক্ত নেটিজেনরাও। নেটিজেনদের একাংশ মনে করছেন, খবরে থাকার জন্যই নাকি উরফি এমন কাণ্ড করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urfi (@urfijavedofficial)

[আরও পড়ুন: শহরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রচার, সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে মুখ খুললেন আলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement