Advertisement
Advertisement

Breaking News

Uorfi Javed

উরফি মেয়ে নন, রূপান্তরকামী! অভিনেতার মন্তব্যে চাঞ্চল্য বলিউডে

এই নিয়ে উরফি অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।

Urfi Javed Is 'Transgender,' Actor Faizan Ansari Makes Shocking Claim| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 28, 2023 11:52 am
  • Updated:March 28, 2023 11:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুঝুন ঠ্যালা। শেষমেশ উরফি নাকি শুনতে হচ্ছে এমন কথা! এতদিন না হয়, তাঁর আজব পোশাক-আশাক নিয়ে নানা বিতর্ক শুরু হত। কিন্তু এবার উরফিকে মেয়ে বলেই অস্বীকার করছেন টেলিভিশন অভিনেতা ফয়জান আনসারি! হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি জাভেদের কথা উঠতেই টেলিভিশন অভিনেতা ফয়জান আনসারি জানান, ”উরফি আসলে রূপান্তরকামী! উরফি চায় না এটা সবাই জেনে যাক।” ফয়জান আরও বলেন, ”উরফি যে ভাবে কথা বলেন, যে ধরনের শরীর দেখানো পোশাক পরেন, তা থেকেই বোঝা যায়, ওঁর চরিত্রেই সমস্য়া রয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: এবার বাংলাদেশের ‘হিরো’ মিঠুন চক্রবর্তী, ১৩ বছর পর ফের ওপার বাংলায় মহাগুরু]

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: বিদেশি ওয়েব সিরিজে মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান! আইনি নোটিস পেল নেটফ্লিক্স ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement