Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

হঠাৎ করেই কথা বন্ধ, হাসপাতালে উরফি জাভেদ! কী হয়েছে সুন্দরীর?

দুবাইয়ের হাসপাতালে ভরতি উরফি!

Urfi javed is suffering from laryngitis | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 21, 2022 3:26 pm
  • Updated:December 21, 2022 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড। দুবাইয়ে পৌঁছে যে এমন বিপাকে পড়বেন তা আগে কল্পনাও করতে পারেননি সোশ্যাল মিডিয়ার সেনশেসন উরফি জাভেদ। একে তো খোলামেলা পোশাক পরার জন্য দুবাইয়ের পুলিশ আটক করে তাঁকে। আর এবার খবরে এল উরফি এতটাই অসুস্থ যে কথা বলতে পারছেন না। জানা গিয়েছে, ল্যারিংজাইটিস রোগে আক্রান্ত তিনি। যার ফলে তাঁর কথা বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর স্বরযন্ত্র। আপাতত, দুবাইয়ের এক হাসপাতালে চিকিৎসারত তিনি।

দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি। উরফির এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তাঁর ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেন উরফি (Urfi Javed)।

Advertisement

[আরও পড়ুন: মেয়ে রাহাকে স্তন্যপান করাচ্ছেন আলিয়া? সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি ঘিরে শোরগোল ]

বেশ কয়েকদি ধরেই দুবাইয়ে রয়েছেন তিনি। সেখান থেকে নানা ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল। কখনও সমুদ্র সৈকতে, কখনও নাইট ক্লাবে ফূর্তি করতে দেখা গিয়েছে উরফি। এরই মাঝে এক বন্ধুর তৈকি পোশাক পরে শুট করতে গিয়েই বিপাকে পড়েন সুন্দরী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by urfi javed ❤️ (@urfijavedfanpage)

এক সংবাদমাধ্যমকে উরফি জানিয়েছেন, তিনি অসুস্থ। ল্যারংজাইটিস হয়েছে তাঁর। দুবাইয়ের চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। তারই মাঝে এই গণ্ডগোলে কিছুটা টেনশনে রয়েছে উরফি। চলছে জিজ্ঞাসাবাদ।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: ‘শাহরুখকে জ্যান্ত পোড়াব’, ‘বেশরম গান’ বিতর্কে হুমকি অযোধ্যার সাধুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement