Advertisement
Advertisement

Breaking News

urfi javed

দুবাইয়ে গিয়ে বিপাকে উরফি, খোলামেলা পোশাক পরায় পুলিশের হাতে আটক অভিনেত্রী

বাতিল হতে পারে উরফির ভারতে আসার টিকিট!

Urfi Javed in trouble for shooting in 'revealing outfits' in public areas of Dubai | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 20, 2022 9:14 am
  • Updated:December 20, 2022 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে গিয়ে বিপাকে পড়লেন সোশ্যাল মিডিয়া সেনশেসন উরফি জাভেদ। দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি। উরফির এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তাঁর ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেন উরফি (Urfi Javed)।

বেশ কয়েকদি ধরেই দুবাইয়ে রয়েছেন তিনি। সেখান থেকে নানা ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল। কখনও সমুদ্র সৈকতে, কখনও নাইট ক্লাবে ফূর্তি করতে দেখা গিয়েছে উরফি। এরই মাঝে এক বন্ধুর তৈকি পোশাক পরে শুট করতে গিয়েই বিপাকে পড়েন সুন্দরী।

Advertisement

[আরও পড়ুন: মঙ্গলবার চলচ্চিত্র উৎসবে থাকছে বিতর্কিত পাক ছবি ‘জয়ল্যান্ড’, আর কী কী দেখবেন?]

এক সংবাদমাধ্যমকে উরফি জানিয়েছেন, তিনি অসুস্থ। ল্যারংজাইটিস হয়েছে তাঁর। দুবাইয়ের চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। তারই মাঝে এই গণ্ডগোলে কিছুটা টেনশনে রয়েছে উরফি। চলছে জিজ্ঞাসাবাদ।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: গাজর খেলেও কি বিতর্ক হবে? ‘বেশরম’ গান বিতর্কে সমালোচকদের কটাক্ষ ঋত্বিকের ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement