Advertisement
Advertisement

Breaking News

Uorfi Javed

নিয়মিত সঙ্গমে বহু উপকার! যৌনতা নিয়ে অনুরাগীদের স্পেশ্যাল টিপস দিলেন উরফি জাভেদ

ঠিক কী বললেন উরফি?

Urfi javed gives tips physical relationship to her Fan | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 2, 2022 9:04 pm
  • Updated:December 7, 2022 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই বিতর্ক উঠুক কেন, উরফি জাভেদ কিন্তু মুখে কুলুপ আঁটবেনই না। এতদিন নয়, আজব ফ্য়াশনেই নজর কাড়ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ উরফি যা বলছেন, যা করছেন, তা নিয়ে শোরগোল লেগেই রয়েছে। এই যেমন সম্প্রতি উরফি তাঁর অনুরাগীদের সঙ্গম নিয়ে নানা টিপস দিলেন। যা শুনে নেটিজেনরা একেবারে হতবাক! 

গপ্পোটা হল, সম্প্রতি এক মহিলা ইনস্টাগ্রামে দাবি করেন নিয়মিত সেক্স করলে নাকি শরীরে বয়সের ছাপ পড়ে। এই মহিলার ভিডিও নজরে পড়েছে উরফিরও (Uorfi Javed)। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ভিডিওকে একেবারেই পাত্তা দেবেন না। কারণ, সেক্সের সঙ্গে বয়সের কোনও সম্পর্ক নেই। উলটে উরফি এক চিকিৎসকের স্ক্রিনশট শেয়ার করে জানান, ”নিয়মিত যৌন মিলন মহিলাদের ত্বকের উজ্জ্বলতা সাত গুণ বাড়িয়ে দেয়। সঙ্গমের ফলে এন্ডোরফিন নিঃসৃত হয় যা ঘুম বাড়ায় পাশাপাশি স্ট্রেশ কমায়, এক কথায় মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া যৌন মিলন রক্ত সঞ্চালনা স্বাভাবিক করে শুধু তাই নয় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে।”

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করছেন হংসিকা মোটওয়ানি, হৃতিকের ‘কোয়ি মিল গ্যায়া’র এই অভিনেত্রীকে মনে আছে? ]

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর প্রকাশ্যে আসে উরফি অভিনীত মিউজিক ‘হায় হায় ইয়ে মজবুরি’।  মনোজ কুমার পরিচালিত সিনেমায় গানটি গেয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সেই গানের রিমেক ভার্সানে নাচেন উরফি। লাল শাড়ির সঙ্গে ব্রালেট পরেছিলেন উরফি। শোনা গিয়েছে, তা নিয়েই আপত্তি তোলা হয়েছে। দিল্লির এক থানায় অভিযোগটি জানানো হয়েছে। তবে তা কে বা কারা জানিয়েছেন সেই সম্পর্কে কিছু জানা যায়নি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। 

[আরও পড়ুন: রাতারাতি আমিষ খাওয়া ছেড়েছেন রীতেশ ও জেনেলিয়া! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তারকা জুটির?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement