Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

এ কেমন পোশাক! রেস্তরাঁয় ঢুকতে বাধা পেয়ে বেজায় ক্ষিপ্ত উরফি জাভেদ

ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়া তারকা।

Urfi Javed claims she was denied entry at Mumbai Restaurant | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 25, 2023 8:57 pm
  • Updated:April 25, 2023 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে সোশ্যাল মিডিয়ায় নানা কাণ্ড উরফি জাভেদ (Urfi Javed) ঘটিয়ে থাকেন। তবে এবার ঘটনা তাঁর সঙ্গেই ঘটে গিয়েছে। মুম্বইয়ের রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। এমনই অভিযোগ উরফির। ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন।

Urfi Javed in yet another interesting outfit | Sangbad Pratidin

Advertisement

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

[আরও পড়ুন: বীরভূমের শিল্পীর নাম দেওয়া হয়নি গানে! বিতর্কে চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’]

অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। তবে এবারে রেস্তরাঁয় ঢুকতে বাধা পেয়ে চূড়ান্ত হতাশ সোশ্যাল মিডিয়া তারকা। ইনস্টা স্টোরিতে তিনি লেখেন, “এটা কী সত্যিই একবিংশ শতাব্দী মুম্বই? আজ আমায় রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আপনার আমার ফ্যাশন পছন্দ নাই-ই হতে পারে। তার জন্য আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। আর যদি কারণ এটাই হয়, তাহলে ভুলভাল অজুহাত দেবেন না। আমি বীতশ্রদ্ধ।” অনলাইন খাবার ডেলিভারি সংস্থাকে ট্যাগ করে বিষয়টি দেখতেও বলেন উরফি।

Urfi insta post

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।

[আরও পড়ুন: মাদক, বন্দুক, যৌনতায় ভরা ‘সাঁস বহু অউর ফ্লেমিঙ্গো’র ট্রেলার, দুর্ধর্ষ ডিম্পল-রাধিকারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement