Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

সাপের মতো শরীরে জড়িয়ে কালো চুল, উরফির উদ্ভট ফ্যাশনের নয়া ভিডিও প্রকাশ্যে

ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা।

Urfi Javed came up with new bizarre Fashion video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 2, 2023 8:43 pm
  • Updated:May 2, 2023 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরফি জাভেদের (Urfi Javed) উদ্ভট ফ্যাশনের নয়া নমুনা দেখা গেল। এবার শরীরে চুল জড়িয়েছেন সোশ্যাল মিডিয়া তারকা। আর সেই ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Urfi

Advertisement

উরফির আজব ফ্যাশন বরাবর চর্চায় থাকে। পক্ষ-বিপক্ষের বাকযুদ্ধ চলতেই থাকে। তবে তা নিয়ে উরফির বিশেষ মাথাব্যথা নেই। নিত্যনতুন ফ্যাশন নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যেতে থাকেন। এবার শুধু চুল দিয়ে পোশাক তৈরি করিয়েছেন উরফি। তা দিয়েই বক্ষযুগল ও নিম্নাঙ্গ ঢেকেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’: মুক্তি স্থগিতের আবেদনের মামলা ধোপেই টিকল না, কী বলল সুপ্রিম কোর্ট?]

উরফির এমন কাণ্ড দেখে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন অনেকে। “অনেক হয়েছে…আর কত নির্লজ্জ হবে?” এমন মন্তব্য করা হয়েছে। আবার অনেকে উরফির সাহসের প্রশংসা করেছেন। তাঁদের মতে এমন কাজ তিনিই করতে পারেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: বোনের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, কী করেছিলেন সত্যজিৎ রায়? জানালেন প্রসেনজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement