Advertisement
Advertisement

Breaking News

Urfi javed

‘অন্যদের নগ্ন করে টাকা রোজগার করা…!’ রাজ কুন্দ্রাকে ‘পর্ন কিং’ বলে কটাক্ষ উরফির

হঠাৎ এমন কেন বললেন উরফি?

Urfi Javed calls Raj kundra king of intimate movie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 7, 2023 2:04 pm
  • Updated:October 7, 2023 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শিল্পী শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে একহাত নিলেন উরফি জাভেদ। সোশাল মিডিয়ায় রাজ কুন্দ্রা পর্ন কিং বলে আক্রমণ করলেন সোশাল মিডিয়ার বিতর্কিত কুইন উরফি। তবে গণ্ডগোলের শুরুটা করেছেন রাজ কুন্দ্রাই।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় রাজ কুন্দ্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রাজ কুন্দ্রা স্পষ্ট বলেছেন, ”গত কয়েক বছর ধরে পাপারাৎজিদের একটাই কাজ, আমি কী পরেছি, আর উরফি কী পরেননি সেটা দেখার!” রাজ কুন্দ্রার এই ভিডিও নজরে পড়েছে উরফিরও। উরফি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ”অন্যদের নগ্ন করে টাকা রোজগার করা, পর্ন কিং এখন আমার পোশাক নিয়ে মন্তব্য় করবে!”

Advertisement

[আরও পড়ুন: দিওয়ালির বাজারে শুধুই ‘টাইগার’ থাকবে! YRF-এর শর্তে পাল্টা বৃহত্তর আন্দোলনের হুঙ্কার টলিউডের]

২০২১ সালের ঘটনা। পর্নকাণ্ডে জড়িয়ে ২ মাসের উপর জেল খাটতে হয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। হটশট নামক অ্যাপের জন্য নীল ছবি তৈরি করার অভিযোগ উঠেছিল তাঁর উপর। আইনি জটিলতার জেরে ৬৩ দিন আর্থার রোড জেলে থাকতে হয় রাজ কুন্দ্রাকে। দুই সন্তানকে নিয়ে তখন নায়িকা শিল্পার সংসারে ঝড়। চারদিক থেকে কটুক্তি, নিন্দা, সমালোচনা সইতে হয়েছিল বলিউড অভিনেত্রীকে। তবে একুশের সেপ্টেম্বর মাসে ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পান রাজ। সেই পর্নকাণ্ডে পরই লাইমলাইট থেকে দূরে থাকেন শিল্পার স্বামী। মুখোশ ঢাকা অবস্থায় বহুবার তাঁকে লেন্সবন্দি করেছেন পাপ্পারাজিরা। তবে এবার একেবারে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রাজ কুন্দ্রা।

[আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রীকে ফুলমার্কস মোদির! গদগদ চিত্তে পরিচালকের মন্তব্য, ‘প্রথম কোনও প্রধানমন্ত্রী…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement