Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

‘ফ্যাশন বোঝেন আপনি?’ বিবেককে কটাক্ষ করে গাউন বিতর্কে ঐশ্বর্যর পাশে উরফি

বিবেককে আর কী বললেন উরফি?

Urfi Javed BASHES Vivek Agnihotri| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 20, 2023 12:35 pm
  • Updated:May 20, 2023 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর উপর রীতিমতো রেগে গেলেন সোশ্য়াল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। বিবেককে কটাক্ষ করে টুইটে লিখলেন, ফ্যাশনের আপনি কী বোঝেন!

তা হঠাৎ বিবেকের উপর খেপলেন কেন উরফি?

Advertisement

কাণ্ডটার সূত্রপাত ঐশ্বর্য রাই বচ্চনের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট থেকেই। সম্প্রতি কানের রেড কার্পেটে হুডওয়ালা গাউন পরে নজর কেড়েছেন ঐশ্বর্য। তবে জুনিয়ার বচ্চনের এই গাউন নিয়ে বেজায় আপত্তি বিবেক অগ্নিহোত্রীর। বিশেষ করে ঐশ্বর্যর কস্টিউম স্লেভ অর্থাৎ যাঁরা ঐশ্বর্যর গাউন ধরে ছিলেন, তাঁদেরকে নিয়েই মুখ খোলেন বিবেক। স্পষ্ট জানান, এই ধরনের কস্টিউম স্লেভ মোটেই উচিত নয়। এসব মহিলাদের আদিখ্য়েতাকে উসকে দেওয়া!

[আরও পড়ুন: খারিজ রাজ্যের আরজি, রামনবমীতে অশান্তির তদন্তভার NIA-র হাতেই, জানাল সুপ্রিম কোর্ট]

বিবেকের এমন উক্তিকেই নিন্দা করেন উরফি। টুইট করে তিনি লেখেন, ”কোন ফ্যাশন স্কুল থেকে পড়াশুনো করেছেন বিবেক? ফ্যাশনের সম্পর্কে কতটাই বা জানেন আপনি! ফ্যাশন ছবির পরিচালক আপনিই হতে পারেন।”

প্রসঙ্গত, টুইটে ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক লিখেছিলেন, “আপনারা কেউ কি ‘কস্টিউম স্লেভস’ (পোশাক সামলানোর চাকর)-এর কথা শুনেছেন? মেয়েরাই সাধারণত এই পেশায় থাকে, এক্ষেত্রে অবশ্য একজন পুরুষ। এঁদেরকে এখন আপনারা ভারতীয় নায়িকার সঙ্গেও দেখতে পাবেন। আমরা এরকম বোকা কেন হয়ে যাচ্ছি, তাও আবার এই ধরণের অদ্ভূত, অস্বস্তিকর পোশাকের জন্য?”

[আরও পড়ুন: জঙ্গি হামলার আশঙ্কা, জি-২০ সম্মেলনের আগে বিশেষ নির্দেশ কাশ্মীরি পণ্ডিতদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement