Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed again trolled for her dress sense

Urfi Javed: শরীরে একটি সুতোও নেই, বিনুনি দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকে ভিডিও পোস্ট উরফির

উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই যেন নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি!

Urfi Javed again trolled for her dress sense । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 19, 2023 10:46 am
  • Updated:January 19, 2023 10:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাক তো ছাড়, শরীরে একটি সুতোও নেই। সোশ্যাল মিডিয়ায় অর্ধনগ্ন হয়ে আবারও চমক দিলেন অভিনেত্রী উরফি জাভেদ। এবার চুলের বিনুনি দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢাকলেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করলেন সেই ভিডিও। তাঁর ভিডিও স্বাভাবিকভাবেই হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে কার্যত বাকরুদ্ধ নেটিজেনরা।

Reports claimed, complaint has been filed against Urfi Javed

Advertisement

উরফির এমন কাণ্ড প্রথম নয়। এর আগে মোবাইল ফোন দিয়ে স্তন ঢেকেছিলেন উরফি (Urfi Javed)। সম্প্রতি এমন একটি ভিডিও পোস্ট করেন যা দেখে একঝলকে মনে হতে পারে তাঁর স্তনবৃন্ত থেকে ডানা বেরিয়েছে। কখনও শুধুই শরীরে দড়ি জড়িয়ে পোশাক বানিয়েছেন। কখনও আবার খবরের কাগজ। অভিনব ফ্যাশনের জন্য উরফি কিন্তু সবার নজর কাড়ে বারবার। আর এবার উরফি যেটা করলেন, তা দেখে সকলের চক্ষু চড়ক গাছ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: ‘পঙ্গু মানুষের জীবন দেওয়া হল’, ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসককে দুষলেন তসলিমা]

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। সম্প্রতি উরফির পোশাক নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিও বার্তায় উরফির পোশাক পরার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। একদিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে, অন্যদিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে”, এমনটাই লিখেছিলেন তিনি।

বিজেপি নেত্রীকে পালটা খোঁচা দিতে ছাড়েননি উরফিও। সোশ্যাল মিডিয়ায় পিঠ খোলা পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিতেই বিজেপি নেত্রীকে ট্যাগ করে লেখেন, “এখনও অনেকটা শোধরানো বাকি। দুঃখিত চিত্রা ওয়াগজি।” পরে আবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের সম্পর্কে কিছু লেখা কতটা বিপজ্জনক তা জানিয়েছিলেন উরফি। নিজের মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি। উরফির পাশে দাঁড়ান উদ্ধবপন্থী শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত। উরফি, দীপিকা পাড়ুকোনদের প্রতি নীতি পুলিশের কাজ করছে বিজেপি, কটাক্ষ তাঁর।

Urfi

[আরও পড়ুন: হিন্দু নন, কেরলের শিবমন্দিরে ঢুকতে দেওয়া হল না দক্ষিণী অভিনেত্রী অমলা পালকে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement