Advertisement
Advertisement

Breaking News

Kafeel Khan SRK

‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের

কিং খানকে খোলা চিঠি প্রতিবাদী ডাক্তার কাফিলের।

UP’s Dr Kafeel Khan’s letter by post to SRK in transit | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 5, 2023 3:09 pm
  • Updated:October 5, 2023 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জওয়ান আসলে দেশের জনতার সম্মিলিত কণ্ঠস্বর…”,গত মঙ্গলবারই এক বিশেষ অনুষ্ঠানে জনতার জনার্দন হয়ে খুল্লামখুল্লা মন্তব্য করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই কিং খানকে খোলা চিঠি পাঠালেন গোরক্ষপুর চিকিৎসা দুর্নীতির সেই প্রতিবাদী ডাক্তার কাফিল খান (Kafeel Khan)।

‘জওয়ান’ (Jawan) দেখে নিজে হাতে চিঠি লিখে মেইল করেছিলেন শাহরুখকে। কিন্তু সরাসরি যোগাযোগে ব্যর্থ হন। এবার সেই প্রেক্ষিতেই এক্স হ্যান্ডেলে খোলা চিঠি পাঠালেন কাফিল খান। ২০১৭ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর হাসপাতালে ৬০জন বাচ্চার মৃত্যু হয় ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার জন্য। দায় গিয়ে পড়ে তৎকালীন হাসপাতালের দায়িত্বে থাকা ইরাম খানের উপর। প্রশাসনের গাছাড়া মনোভাবের জেরে জেলে যেতে হয় কাফিল খানকেও। আর উত্তরপ্রদেশের সেই ঘটনাই যখন শাহরুখ ‘জওয়ান’ স্টাইলে ফের মনে করিয়ে দিলেন, তখন গোটা দেশে আবারও চর্চার বিষয় হয়ে উঠল গোরক্ষপুর ইস্যু। তাই ‘জওয়ান’ দেখে চুপ করে থাকতে পারেননি কাফিল।

Advertisement

[আরও পড়ুন: খুচরো ব্যবসায়ীদের ‘ভাত মারছেন’ অমিতাভ! ১০ লক্ষ টাকা জরিমানার মুখে বিগ বি]

প্রথমে এক্স হ্যান্ডেলে এক ভিডিও প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছিলেন মরচে ধরা সিস্টেমে হাতুড়ি মারার জন্য। এবার শত চেষ্টা করে ইমেলে যোগাযোগ করতে না পেরে সরাসরি চিঠি লেখার জন্য বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে। কারণ নতুন ছবি রিলিজের পর থেকে কিং খান নেটদুনিয়ায় বেশ সক্রিয়। সেই চিঠিতে কাফিল খানের মন্তব্য, “বাস্তবে যখন মর্মান্তিক গোরক্ষপুর ঘটনার মূল অভিযুক্তরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তখন পর্দায় জওয়ান ছবিতে আসল ভিলেনদের শাস্তি পেতে দেখে খুব আনন্দ হয়েছে।” কিং খানের কাছে কাফিলের আক্ষেপ, “আমি এখনও হন্যে হয়ে চাকরি খুঁজে যাচ্ছি। আর ওই ৬৩জন সন্তানহারা মা-বাবা ন্যায়ের অপেক্ষা করছে।”

[আরও পড়ুন: কৃষকমৃত্যু, সরকারি দুর্নীতি! ‘জওয়ান আসলে জনতার কণ্ঠস্বর’, হাটে হাঁড়ি ভাঙলেন শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement