Advertisement
Advertisement
Nawazuddin Siddiqui

নাবালিকা নিগ্রহের মামলায় বড়সড় স্বস্তি নওয়াজের, অভিনেতার স্ত্রীকে সমন আদালতের

আগামী ৭ অক্টোবর আলিয়াকে উত্তরপ্রদেশের বিশেষ আদালতে হাজির হতে বলা হয়েছে।

UP court summons Nawazuddin Siddiqui’s wife in molestation case | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 20, 2023 11:47 am
  • Updated:September 20, 2023 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসারিক ঝামেলা অনেকদিন ধরেই চলছে। আদালতে নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী আলিয়া। এর মধ্যেই ছিল নাবালিকা নিগ্রহের অভিযোগ। সূত্রের খবর মানলে, তাতে বড়সড় স্বস্তি পেয়েছেন অভিনেতা। পুলিশ নওয়াজ ও তাঁর পরিবারের চার সদস্যকে ক্লিনচিট দিয়েছে। তার জেরেই নাকি আগামী ৭ অক্টোবর আলিয়াকে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বিশেষ আদালতে হাজির হতে বলা হয়েছে।

nawaz aaliya

Advertisement

ব্যক্তিগত জীবনের জটিলতার জন্য বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে নওয়াজউদ্দিন সিদ্দিকি। গার্হ্যস্থ হিংসার অভিযোগে বিদ্ধ তারকা। স্ত্রী হিসাবে নওয়াজ কোনওদিনই তাঁকে যথাযথ সম্মান দেননি, এমনই দাবি অভিনেতার স্ত্রী আলিয়ার। অভিযোগ, ২০১৭ সাল থেকে তাঁরা দু’জনে আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে বিবাহবিচ্ছেদের মামলাও করেছিলেন আলিয়া। তবে ২০২১ সালে মামলা প্রত্যাহার করে নেন। ২০২২ সালের শেষের দিক থেকে আরও একবার নওয়াজ ও আলিয়ার দাম্পত্যে ভাঙনের খবর শোনা যায়। ছোট ছেলেকে সন্তান বলে মানতে নারাজ নওয়াজ, এই অভিযোগেও আদালতের দ্বারস্থ হন আলিয়া।

[আরও পড়ুন: ৪০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল দেব আনন্দের বাংলো! কী হবে সেখানে?]

এত কিছুর মধ্যে আবার আলিয়া দাবি করেন, ২০১২ সালে পরিবারের এক নাবালিকা শিশুর শ্লীলতাহানি করেছিল নওয়াজের ভাই মীনাজউদ্দিন। তাতে পরিবারের বাকি সদস্যদের সায় ছিল। এতেই নওয়াজ, তাঁর মা মেহেরুন্নিসা ও ভাইদের বিরুদ্ধে এফআইআর হয়।প্রথমে মুম্বই

আদালতে অভিযোগ দায়ের হয়েছিল। পরে তা বুধানা থানায় পাঠিয়ে দেওয়া হয়।এই মামলাতেই পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিয়েছে। সরকারি আইনজীবী প্রদীপ বাল্যান জানান, নওয়াজ ও তাঁর পরিবারের চার সদস্য অর্থাৎ মোট পাঁচজন অভিযুক্তকেই পুলিশের পক্ষ থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে। সম্ভবত সেই কারণেই অক্টোবর মাসে আলিয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

[আরও পড়ুন: ‘গণপতিকে স্বাগত’, বিঘ্নহর্তার আরাধনায় মাতলেন শাহরুখ খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement