Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed

স্তনের উপর টেলিফোন! নতুন ফ্যাশনে ফের ভাইরাল উরফি

উরফির কাণ্ড দেখে হইচই নেটপাড়ায়।

Uorfi Javed's new outfit inspo is a landline telephone! Internet reacts| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 27, 2023 4:59 pm
  • Updated:July 27, 2023 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো সেদিন আজব পোশাক পরায় বিমান বন্দরে এক যুবক কটূক্তি করেছিল সোশ্যাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদকে। উরফিও অবশ্য পালটা দিয়েছিলেন। তবে এবার উরফি যে কাণ্ডটি ঘটিয়েছেন তা দেখে নেটপাড়ায় অট্টহাসি! হ্য়াঁ, পরিস্থিতি এমনটাই।

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। গপ্পোটা হল, এবার ফ্যাশনের নামে উরফি যা করলেন তা যেন একেবারে চোখে দেখা যায় না। অন্তত, নেটিজেনদের একাংশ এমনটাই দাবি করছেন। কারণ, এবার পোশাক না পরে স্তনের উপর লাল রঙের দুটো টেলিফোন রেখেছেন উরফি। আর কানে ঝুলিয়েছেন টেলিফোনের কেবেল। যা কিনা ব্যবহার করা হয় ল্যান্ডলাইনের ক্ষেত্রে। এর আগে মোবাইল, সিম কার্ড দিয়েও পোশাক বানিয়ে ছিলেন উরফি। এবার আর ওসব নয়। বরং পোশাকে ল্যান্ডফোনকেই টেনে নিয়ে আসলেন উরফি জাভেদ। আসলে এই পোশাকের আড়ালে উরফি প্রচার করলেন আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘ড্রিম গার্লে’র। 

Advertisement

[আরও পড়ুন: কুখ্যাত চন্দনদস্যু বীরাপ্পনের ‘কুকীর্তি’ এবার নেটফ্লিক্সের পর্দায়, দেখুন রোমহর্ষক টিজার]

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi Javed (@urf7i)

অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। তবে সম্প্রতি রেস্তরাঁয় ঢুকতে বাধা পেয়ে চূড়ান্ত হতাশ হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার তারকা। ইনস্টা স্টোরিতে তিনি লিখেছিলেন, “এটা কী সত্যিই একবিংশ শতাব্দী মুম্বই? আজ আমায় রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আপনার আমার ফ্যাশন পছন্দ নাই-ই হতে পারে। তার জন্য আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। আর যদি কারণ এটাই হয়, তাহলে ভুলভাল অজুহাত দেবেন না। আমি বীতশ্রদ্ধ।” অনলাইন খাবার ডেলিভারি সংস্থাকে ট্যাগ করে বিষয়টি দেখতেও বলেন উরফি।

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।

[আরও পড়ুন: কুখ্যাত চন্দনদস্যু বীরাপ্পনের ‘কুকীর্তি’ এবার নেটফ্লিক্সের পর্দায়, দেখুন রোমহর্ষক টিজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement