Advertisement
Advertisement
Uorfi Javed

উরফিকে অশ্লীল আক্রমণ! ক্যামেরার সামনেই কিশোরকে একহাত অভিনেত্রীর

কী করলেন উরফি?

Uorfi Javed on teen passing lewd comment
Published by: Akash Misra
  • Posted:September 4, 2024 5:51 pm
  • Updated:September 4, 2024 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই আর জি কর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল। প্রশ্ন উঠেছে, দেশে নিরাপত্তা হারাচ্ছে নারীরা। ঠিক এমন সময়ই এক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুক্ষীন হলেন সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। পাপারাজ্জিদের সামনেই উরফিকে দেখে অশ্লীল মন্তব্য ছুড়ে দিলেন এক যুবক। যা শুনে রীতিমতো রেগে লাল উরফি।

কাণ্ডটা একটু বিশদে বলা যাক বরং। এই মুহূর্তে উরফি তাঁর সিরিজ ‘ফলো কর লো ইয়ার’ এর প্রচারে ব্যস্ত। আর প্রচারেই অপ্রীতিকর পরিস্থিতির শিকার হলেন তিনি। ক্যামেরার সামনেই উরফির পোশাক নিয়ে এক ১৫ বছর বয়সি কিশোর কুমন্তব্য করেন। কিশোর বলে, ”কত জনের সঙ্গে সহবাস করেছ?” কিশোরের এমন প্রশ্নে চুপ থাকেননি উরফি। বরং ক্যামেরার সামনেই জানালেন, হাত সামনে পেলে ওই ছেলেটার মুখে একটা ঘুষি মারতাম!

Advertisement

[আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি’ কবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে? ‘নাক গলাব না’ সাফ জানাল বম্বে হাই কোর্ট]

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

সোশাল মিডিয়া স্টার জানান, তিনি যে কাজটা করেন তা করার জন্য একটা ‘এক্স ফ্যাক্টর’ লাগে। সেই সঙ্গে প্রয়োজন ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাই উরফিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, কোনও কিছুর পরোয়া না করেই নিজের কাজ চালিয়ে যেতে চান উরফি। তাঁর মতো যদি কেউ এই কাজটি করে দেখাতে পারেন তিনি খুশিই হবেন বলেও জানান।

[আরও পড়ুন: জয়ললিতা, ইন্দিরা গান্ধীর পর মমতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা! কী বলছেন বিজেপি সাংসদ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement