Advertisement
Advertisement

Breaking News

Smriti Irani

বাড়িতে অভাব! তবুও লক্ষ লক্ষ টাকার গুটখার বিজ্ঞাপন ফেরান স্মৃতি ইরানি, কেন জানেন?

স্মৃতি ইরানির নেওয়া ব্যাংক লোনের থেকেও বেশি অঙ্কের পারিশ্রমিক দিতে চেয়েছিল পানমশলা ব্র্যান্ড।

Union minister Smriti Irani reveals why she rejected pan masala ads offer
Published by: Sandipta Bhanja
  • Posted:July 8, 2023 6:12 pm
  • Updated:July 8, 2023 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক কেরিয়ার শুরুর আগে স্মৃতি ইরানি ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। একতা কাপুরের ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের তুলসি বিরানি তখন আট থেকে আশির কাছে বেশ জনপ্রিয়। তার কিছু আগেই বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রিতে নাম-ডাক হলেও বাড়িতে টাকার অভাব ছিল। ঠিক সেই সময়েই স্মৃতি ইরানির কাছে এক পানমশলা ব্র্যান্ডের তরফে লোভনীয় প্রস্তাব আসে। তারপর কী করেছিলেন অভিনেত্রী জানেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার ঘটনার কথা ফাঁস করেন স্মৃতি ইরানি। বাড়িতে টাকার অভাব থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। স্মৃতির সরণিতে ফিরে গিয়ে স্মৃতি ইরানি জানান, “তখন সবে কাজ শুরু করেছি। পকেট একেবারে শূন্য। জুবিন ইরানিকে বিয়ে করেছি সবে। আমার ব্যাংকে ২০-৩০ হাজার টাকাও ছিল না। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনেছি। এখন হয়তো শুনে মনে হতে পারে ২৫-২৭ লক্ষ টাকা কিছু না, তবে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দেওয়ার জন্য তখন আমাকে লোন নিতে হয়।”

Advertisement

[আরও পড়ুন: ‘মস্ত ভুল করেছি! বজরংবলী কৃপা করুন’, রামভক্তদের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা ‘আদিপুরুষ’ লেখকের]

এরপরই অভিনেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন, “সেই লোন শোধ করা আমার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল। ঠিক সেইসময়েই পানমশলার বিজ্ঞাপনের প্রস্তাব আসে। মনে আছে, সেটে হঠাৎই একদিন একজন এসে সেই বিজ্ঞাপনের প্রস্তাব দেন। আর ততোটাই মোটা পারিশ্রমিক দিতে চেয়েছিলেন তিনি। যা কিনা আমার ব্যাংকের থেকে নেওয়া লোনের দশগুণ। আমি তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দিই। সেটা দেখে চারদিকে সকলের প্রতিক্রিয়া এমন ছিল যেন আমি পাগল হয়ে গেছি। আমাকে বলা হয়েছিল- আরে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার এখন টাকার দরকার।” তার জবাবও অবশ্য দেন তাঁদের স্মৃতি ইরানি।

অভিনেত্রী বলেন, “কত পরিবার, কত বাচ্চারা সেই বিজ্ঞাপন দেখবে। তাঁরা কী ভাববে? দর্শকরা তো ভাবতেই পারে যে, আপনি তো পরিবারের সংস্কারি বউমা আর আপনি কিনা পানমশলা বিক্রি করছেন! এমনকী, এরপরও আমার কাছে আসা অ্যালকোহল কোম্পানির তৈরি ফ্লেভারড পাণীয়র বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছি। বাচ্চারা ওগুলো দেখবে, তাই মন সায় দেয়নি।”

[আরও পড়ুন: ‘গণতন্ত্রের লাশ’, পঞ্চায়েত ভোট হিংসা নিয়ে গর্জে উঠলেন ঋদ্ধি, পালটা শুনতে হল ‘বুদ্ধিজীবী’ খোঁটা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement