Advertisement
Advertisement

শাহরুখের সাক্ষাৎ চান, শেষ ইচ্ছে ক্যানসার আক্রান্ত প্রৌঢ়ার

ইচ্ছেপূরণের জন্য নেটিজেনরা কী করল জানেন?

Twitter helps to fulfill cancer patient’s last wish to meet SRK
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2017 11:25 am
  • Updated:September 26, 2019 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পেতে খুশি হওয়া আমাদের স্বভাবে নেই। অভাব না থাকলেও কিছু না কিছু না পাওয়ার আফশোস থেকেই যায়। আর এই আফশোসেই জীবনের ছোটখাটো খুশিগুলো উপেক্ষিত থেকে যায়। মনে তখন পড়ে যখন সময় বালির মতো হাত ফসকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু অরুণা এমন মানুষ নন। ছয় বছর ধরে ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করছেন। রেডিয়েশন থেকে কেমোর যন্ত্রণা সহ্য করেছেন। এরপরও মুখের হাসিটি হারাননি। হারাননি বাঁচার আনন্দটুকু। সময় প্রায় ফুরিয়ে এসেছে। তাতে অবশ্য দুঃখ নেই প্রৌঢ়ার। প্রায় সব সাধ মিটিয়েছেন। বাকি রয়ে গিয়েছে কেবল একটি ইচ্ছে। একবার নিজের স্বপ্নের নায়ক শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চান অরুণা। আর এটিই তাঁর শেষ ইচ্ছে।

[জিএসটি-র সমালোচনা, বিজেপির রোষে দক্ষিণী সুপারস্টার বিজয়ের সিনেমা]

Advertisement

কে এই অরুণা? কোথায় থাকেন? সে খবর মেলেনি। তবে বলিউড বাদশার বেশ ‘জাবড়া ফ্যান’ তিনি। নিজের টুইটে কিং খানকে নিজের অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন অরুণা।

অপরিচিত এই ‘আত্মীয়া’র শেষ ইচ্ছে পূরণের জন্য উঠেপড়ে লেগেছেন নেটিজেনরা। iamsrk-কে ট্যাগ করে একের পর এক টুইট হচ্ছে। সকলেই মরণাপন্ন রোগীর শেষ ইচ্ছে পূরণের জন্য বাদশার কাছে আরজি জানিয়েছেন। জেনারেট হয়েছে #SRKmeetsAruna হ্যাশট্যাগ।

[পার্টিতে অমিতাভের নাতনির মুখোমুখি, কী করলেন রেখা?]

শোনা গিয়েছে, ইতিমধ্যেই অরুণার পরিবারের সঙ্গে শাহরুখ যোগাযোগ করেছেন। কিন্তু নিজের এই স্পেশ্যাল ‘ফ্যান’-এর সঙ্গে আদৌ তিনি দেখা করবেন কি না, কিংবা করলেও কীভাবে করবেন সে সম্পর্কে কিছু এখনও জানা যায়নি। তবে নেটিজেনদের চেষ্টা অব্যাহত। ইতিমধ্যেই নেটিজেনরা সুন্দর একটি স্কেচের মাধ্যমে প্রৌঢ়ার শেষ ইচ্ছে ভারচুয়ালি পূরণ করেছেন। এখন কেবল বাস্তবায়নের অপেক্ষা।

[লিঙ্গ পরিবর্তন করে দেশের সেরা মডেল হওয়ার দৌড়ে গৌরী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement