ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইঙ্কল খান্না (Twinkle Khanna) বরাবরই স্পষ্টভাষী। রাজনৈতিক কিংবা সামাজিক, যে কোনও ইস্যুতেই তাঁর কলমের ধারে খোঁচা দিতে পিছপা হন না তিনি! আর জি কর কাণ্ডের পর বর্তমান পরিস্থিতিতে যখন দেশে নারীদের নিরাপত্তা আবারও প্রশ্নের সম্মুখীন হয়েছে, তখন সেই আবহেও সাফ কথা টুইঙ্কলের। কলকাতার আর জি কর ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল, প্রতিবাদী আওয়াজ উঠেছে আন্তর্জাতিক মহলেও, এমন কঠিন পরিস্থিতিতেও কিন্তু বিহার, অসম, বদলাপুর-সহ বিভিন্ন জায়গায় আরও ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেই ‘স্টার’ লেখিকা বলছেন, “অন্ধকার রাস্তায় ভূতের থেকে এখন পুরুষরা বেশি বিপজ্জনক।”
টুইঙ্কল তাঁর ‘মিসেস ফানি বোনস’ ছদ্মনামে লিখেছেন, এই সময়ে দাঁড়িয়ে অন্ধকার রাস্তায় ভূতেদের মুখোমুখি হওয়া ভরাতীয় স্ত্রীদের জন্য বেশি নিরাপদ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ সিনেমা দেখেই এই সময়ের প্রেক্ষিতে নারী নিরাপত্তা নিয়ে আবারও সরব হয়েছেন টুইঙ্কল খান্না। দিন কয়েক আগের আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল তাঁকেও। এই একুশ শতকে দাঁড়িয়েও একজন মহিলা হিসেবে মেয়ে নিতারাকে কী পাঠ দেন, সেকথা বলতে গিয়ে লজ্জায় ফেলেছেন সমাজের মন মানসিকতাকে।
View this post on Instagram
এক মেয়ের মা টুইঙ্কল খান্না জানিয়েছিলেন মেয়ে নিতারাকে তিনি কী শেখান? ওই পোস্টে তিনি লিখেছেন, “এই পৃথিবীতে, এই দেশে আমার পঞ্চাশ বছর। এবং আমাকে এখনও আমার মেয়েকে সেই একই জিনিস শেখাতে হচ্ছে, যা আমাকে ছোটবেলায় শেখানো হয়েছিল। পার্কে, স্কুলে, সমুদ্র সৈকত, কোথাও একা যাবেন না। কোনও পুরুষের সঙ্গে একা যাবেন না। এমনকী সে নিজের কাকা, তুতো ভাই বা বন্ধু হলেও। সকালে, সন্ধ্যা তো বটেই, এমনকী বিশেষ করে রাতে একা কোথাও যাবেন না। একা যাবেন না, কারণ তুমি আর কখনও ফিরে না-ও আসতে পারো।” বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ‘স্ত্রী ২’ দেখে টুইঙ্কল খান্নার উপলব্ধি ভারতের স্ত্রীদের কাছে এখন পুরুষরা বেশি বিপজ্জনক, ভূতেরা নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.