Advertisement
Advertisement

Breaking News

Urfi Javed Video

স্তন থেকে বেরিয়ে লম্বা দুটো শিং ! উরফির কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

ভিডিও পোস্ট করে উরফি লিখলেন, 'হর্ন ফর ইউ'।

Urfi Javed new Video with under garments goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 14, 2023 8:50 pm
  • Updated:June 14, 2023 11:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজই নতুন নতুন কাণ্ড ঘটান সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। কখনও পিৎজা দিয়ে স্তন ঢাকেন, তো কখনও এক কাপড়েই ঢেকে নেন মাথা থেকে পা। তবে এবার ফ্যাশনের নাম যা ঘটালেন উরফি, তা দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। তা এবার কী পরলেন উরফি?

ইনস্টাগ্রামে উরফি নতুন এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে লাল রঙের এক আজব অন্তর্বাস পরেছেন তিনি। অন্তর্বাসের উপর আটকানো রয়েছে শিং! এই ভিডিও পোস্ট করে উরফি লিখলেন, ‘হর্ন ফর ইউ’।

Advertisement

[আরও পড়ুন: অভিশপ্ত ১৪জুন! সুশান্তের সঙ্গে ভিডিও পোস্ট রিয়ার, ‘বিহারে আয়, দেখে নেব’, এল হুমকি]

কয়েকদিন আগেই উরফির আরেকটি ভিডিও আপলোড হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল উরফির জামার সামনে থেকে ঝুলে রয়েছে একহাত লম্বা কালো ঘন চুল! এ কেমন পোশাক? উরফি অবশ্য এরকম নতুন নতুন ফ্যাশনের ব্যাপারে একেবারেই টিপস দিতে চান না। উরফির কথায়, তিনি একাই একশো। কেউ তাঁকে নকল করুক, তা উরফির মোটেই পছন্দ নয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

[আরও পড়ুন: ‘সাথী’র বিজয় থেকে টলিউডের ‘বস’! ইন্ডাস্ট্রিতে ২১ বছর কাটিয়ে আবেগঘন জিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement