Advertisement
Advertisement

Breaking News

Snehal Rai

ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা! ভয়াবহ দুর্ঘটনার কবলে টেলি অভিনেত্রী স্নেহাল

সম্প্রতি ২১ বছরের বড় রাজনৈতিক নেতাকে বিয়ে করার কারণে বিতর্কে জড়ান অভিনেত্রী।

TV Actress Snehal Rai Meets With Car Accident| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 10, 2023 5:14 pm
  • Updated:June 10, 2023 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ‘ইশক কা রং সফেদ’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী স্নেহাল রাই। খবর অনুযায়ী, মুম্বই-পুনে হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অভিনেত্রীর গাড়ি। গাড়ির সামনেটা একেবারে দুমড়ে-মুচড়ে যায়। তবে কপাল জোরে বেঁচে যান অভিনেত্রী স্নেহাল ও তাঁর গাড়ির চালক। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাজির হন স্থানীয় পুলিশ।

[আরও পড়ুন: ‘বলিউড নিজের কবর নিজেই খুঁড়ছে’! শাহিদ কাপুরকে খোঁচা দিয়ে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী]

এই দুর্ঘটনার পর সংবাদমাধ্যমকে স্নেহল জানিয়েছেন, ‘আমি কিছু টের পাওয়ার আগেই এই ঘটনাটা ঘটে গেল। আচমকাই একটি ট্রাক এসে আমাদের গাড়িতে জোরে ধাক্কা মারে। তবে আমার গাড়ির চালক উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর ফলে অল্পের জন্য বেঁচে যাই। ‘

Advertisement

সম্প্রতি স্নেহাল খবরে আসেন তাঁর থেকে ২১ বছরের বড় এক রাজনৈতিক নেতাকে বিয়ে করার কারণে। বিয়ের ছবির পোস্ট করার অনেকেই স্নেহলকে গোল্ড ডিগার বলে কটাক্ষ করেন সোশ্যাল মিডিয়ায়। এর উত্তরে স্নেহাল জানিয়েছেন, ”হ্যাঁ আমি গোল্ড ডিগার। আমার স্বামীর সোনার মতো হৃদয় চুরি করেছি।”

[আরও পড়ুন: ‘কেমন দিলাম?’, একরাতও কাটাতে পারলেন না কাজল! ফিরলেন সোশ্যাল মিডিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement