Advertisement
Advertisement

Breaking News

Riya Ganguly

ডিভোর্সের পথে ‘অমরসঙ্গী’ ধারাবাহিকের অভিনেত্রী রিয়া, স্বামীর বিরুদ্ধে আনলেন বিস্ফোরক অভিযোগ!

২০১৩ সালে ধারাবাহিক পরিচালক অরিন্দম চক্রবর্তীকে বিয়ে করেন রিয়া।

TV Actress Riya Ganguly post on Divorce goes Viral
Published by: Akash Misra
  • Posted:November 18, 2024 7:10 pm
  • Updated:November 18, 2024 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। ধারাবাহিকের পরিচালক স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করছেন বলে স্পষ্টই জানালেন সোশাল মিডিয়ায়।

টেলিপাড়ার গুঞ্জনে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, রিয়া ও অরিন্দমের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকী, রিয়ার এই সিদ্ধান্তের কথা অনেকেই আগে থেকে আঁচ করেছিলেন। তবে সরাসরি কাউকে কিছু না জানিয়ে সোমবার রিয়া হঠাৎই সোশাল মিডিয়ায় লিখলেন, ”আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে আমাকে ওঁর বিষয়ে কোনও কিছু জিজ্ঞাসা করবেন না। ধন্যবাদ।” তবে এখানেই শেষ নয়, সংবাদ মাধ্য়মের কাছে রিয়া বিস্ফোরক সব অভিযোগ করেছেন অরিন্দমের বিরুদ্ধে।

Advertisement

২০১৩ সালে রিয়া ও অরিন্দমের বিয়ে হয়। সরকারি চাকরির পাশাপাশি ধারাবাহিক পরিচালনা করেন অরিন্দম। ইদানিং ব্যস্ত রয়েছেন নতুন সিরিজের পরিচালনা। অরিন্দম ও রিয়া রয়েছে যমজ সন্তানও।

সংবাদমাধ্যমে রিয়া জানিয়েছেন, ”আমাকে ঠকিয়েছে অরিন্দম আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এছাড়াও, অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ত রয়েছে। আমার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে, সংবাদমাধ্যমে অরিন্দম জানান, ”এর আগেও এ রকম অনেক কিছু সমাজমাধ্যমে লিখেছে। আবার ঠিক হয়ে যাবে। পুরোটাই ওর কল্পনা।” আপাতত রিয়ার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আর কিছু জানাতে চাননি অরিন্দম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement