Advertisement
Advertisement

Breaking News

Misty Singh

অবশেষে হবু বরকে প্রকাশ্যে আনলেন মিষ্টি সিং, অভিনেত্রীর বিয়েতে কী কী হচ্ছে?

১৮ মে বিয়ে করছেন রেমো।

TV Actress Misty Singh wedding plans | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 12, 2023 5:12 pm
  • Updated:May 12, 2023 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর ধরে প্রেমের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের অমৃতা ওরফে মিষ্টি সিং। পাত্রের নাম রেমো দাস। ১৪ মে অভিনেত্রীর বাড়িতেই হবে ছিমছাম গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান। আর ১৮ তারিখ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসবে মিষ্টির। তবে এতদিন এই রেমোকে সবার আড়ালেই রেখেছিলেন মিষ্টি। এবার ইনস্টাগ্রামের হাত ধরে হবু বরকে সামনে আনলেন। পোস্ট করলেন রেমোর সঙ্গে একটি ছবি। পাত্র রেমো রিয়েল এস্টেস্টের ব্যবসার সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থাও রয়েছে।

[আরও পড়ুন: অগণতান্ত্রিক! বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়া নিয়ে গর্জে উঠলেন সেন্সর বোর্ডের সদস্য]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Misty Singh (@mistysingh)

Advertisement

কী কী হচ্ছে মিষ্টির বিয়েতে?

মিষ্টির বিয়েতে জমজমাট অনুষ্ঠান। ১৪ মে নিজের বাড়িতেই হবে মেহেন্দি, সঙ্গীত ও গায়ে হলুদের অনুষ্ঠান। আর ১৮ মে সই সাবুদ করে বিয়ে করবেন মিষ্টি ও রেমো।

বিয়ের মেনুতেও রয়েছে নানারকমের পদ। আমিষ ও নিরামিষ মিলিয়ে এলাহি ব্যবস্থা। থাকবে ভেটকি, চিংড়ি, পাঁঠার মাংস, চিকেন, নানাধরনের স্যালাড।

মধুচন্দ্রিমার প্ল্যান?

আপাতত, কিছুদিন কাজ থেকে বিরতি নেবেন মিষ্টি। মধুচন্দ্রিমার জন্য় ইউরোপে উড়ে যাবেন।

[আরও পড়ুন: ‘ওরা আমার মেয়েকেও ছাড়েনি!’ ‘দ্য কাশ্মীর ফাইলসে’র স্মৃতি ফেরালেন বিবেক অগ্নিহোত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement