সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনখারাপ করা দৃশ্য দেখা গেল অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) শেষকৃত্য। শুটিংয়ের সেটেই কুড়ি বছরের অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর মঙ্গলবারই সম্পন্ন হয় শেষকৃত্য। আত্মজার এই পরিণতি সহ্য করতে পারেননি অভিনেত্রীর মা। শেষকৃত্য চলাকালীনই অজ্ঞান হয়ে যান তিনি।
‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে গত ২৪ ডিসেম্বর তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে শোনা গিয়েছিল, সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানের মেকআপ রুমে তুনিশার মরদেহ পাওয়া গিয়েছে। কিন্তু পরে আবার শোনা যায়, ঘরটি শৌচালয়ের দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। ইতিমধ্যেই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তাঁর সিরিয়ালের সিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন সেটে উপস্থিত থাকা অভিনেতা ও কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মঙ্গলবার প্রথমে তুনিশার মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আত্মীয়-পরিজনদের পাশাপাশি প্রতিবেশীরাও শ্রদ্ধা জানান। সহ-অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন শিবিং নারং, আশনূর কউর, বিশাল জেঠওয়ার মতো হিন্দি টেলিভিশনের তারকারা। শেষকৃত্যে দেখা যায় অভিনেতা সিদ্ধার্থ নিগমকে। ‘চক্রবর্তী অশোক সম্রাট’ ধারাবাহিকে তুনিশার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। শেষকৃত্য চলাকালীন অভিনেত্রীর মাকে ধরে তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন।
শোনা গিয়েছে, সিজানের সঙ্গে সম্পর্কে ছিলেন তুনিশা। মৃত্যুর দিন পনেরো আগে তাঁদের ব্রেকআপ হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তুনিশার আত্মীয় জানান, ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ সিরিয়ালের শুরু থেকেই সিজান ও তুনিশার মধ্যে নৈকট্য তৈরি হয়েছিল। মৃত্যুর ১০ দিন আগে তুনিশার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। তুনিশার মা যখন মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনিও সঙ্গে ছিলেন। এমনটাই জানিয়েছেন ওই আত্মীয়। তাঁর দাবি, তুনিশা সেই সময় জানিয়েছিলেন তিনি প্রতারিত হয়েছেন। উল্লেখ্য, এদিন সিজানের মা ও বোনকেও তুনিশার শেষকৃত্যে যোগ দিতে দেখা যায়।
#WATCH | TV actor Tunisha Sharma death case | Sister and mother of accused Sheezan Khan also arrived at the crematorium ground in Mira Road area for her last rites. pic.twitter.com/HA0voEOwQr
— ANI (@ANI) December 27, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.