Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

‘স্ট্র্যাপটা খুললে আরও ভাল লাগবে!’ নেটিজেনের মন্তব্যের কী জবাব দিলেন Sreelekha?

তবে এবারটি আর বিরক্ত হলেন না শ্রীলেখা।

Troll targets Sreelekha Mitra, here is what the actress replied | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 24, 2021 1:02 pm
  • Updated:July 24, 2021 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিছানায় শুয়ে জানলার বাইরের আকাশকে ক্যামেরায় ধরতে ভালবাসেন শ্রীলেখা (Sreelekha Mitra)। বৃষ্টি ভেজা শহরে ছন্দে মিশে গিয়ে গানও গেয়ে ফেলেন। গাড়ির ভেজা কাচের গায়ে যখন পথশিশু অক্ষর ফুটিয়ে ওঠে নরম হাতে, তখন বড্ড কষ্ট হয় শ্রীলেখার। তবুও জীবন বাঁচার কথা কোনও ভনিতা ছাড়াই লিখে ফেললেন। পথপশুকে ভালবাসলে, অনুরাগীর সঙ্গে বিন্দাস ডেটেও যান। এভাবেই রোজ রোজই সোশ্যাল মিডিয়ায় নিজের দিনযাপনের কথা ফুটিয়ে তোলেন শ্রীলেখা। নিন্দুকেরা অবশ্য, শ্রীলেখার এহেন পোস্টকে বাঁকা চোখেই দেখেন। আর শ্রীলেখা? এসবে তাঁর নজর নেই। নানা ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন, তিনি দিব্য আছেন!

শ্রীলেখার এই দিব্য থাকার মাঝেই তাল কাটল। ইনস্টাগ্রামের রিল পোস্ট করতেই ধেয়ে এলেন এক নেটিজেন। তীর্যক মন্তব্যে শ্রীলেখাকে দিলেন উপদেশ! তবে নেটিজেনের এই উপদেশে ছিল বডি শেমিংয়ের গন্ধ। শ্রীলেখাও বুঝলেন। কিন্তু থাকলেন না চুপ। খুব বেশি ঠোঁটকাটা না হয়েও, বরং এবারটি শ্রীলেখা হলেন ‘সহানুভূতিশীল’।

Advertisement

[আরও পড়ুন: রেড ভলান্টিয়ার শশাঙ্কর সঙ্গে ডেটে গিয়ে ‘লাজে রাঙা’ হলেন Sreelekha Mitra, দেখুন ভিডিও]

সম্প্রতি শ্রীলেখা মিত্র তাঁর ইনস্টাগ্রামের প্রোফাইলে একটি রিল আপলোড করেছেন। সেই রিল দেখে নেটিজেনরা একের পর এক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, রবিবার বিকেল ৫টায় ক্যাফেতে আসবেন? কেউ কেউ আবার শ্রীলেখার প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তারই মাঝে পৌলমী যোশী নামের এক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এল কমেন্ট, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো, আরও ভাল লাগবে। বডি শো অফ হবে।’

 

 

এই কমেন্ট দেখে মোটেই রেগে যাননি শ্রীলেখা। বরং ঠান্ডা মাথায় সহানুভূতি দিয়েই পুরো বিষয়টি দেখেছেন। শ্রীলেখা লিখছেন, ‘পৌলমী বিনয় যোশী নামক কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি, কিন্তু পারছেন না। জ্বালাটা বুঝি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

এই গোটা বিষয়টি ফেসবুকেও স্ক্রিনশট দিয়ে পোস্ট করেছেন শ্রীলেখা। পোস্টে তিনি লিখলেন, ‘মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সেভাবে করতে পারি না। তবে বোঝার মতো মন আছে। তাই এই ধরনের নারীর প্রতি সহানুভূতি রয়েছে আমার। এ কাজ শুধু পরুষেরাই করে না! অন্য মিত্র-র কথা ভুলে গিয়েছেন, যে আমাকে বডি শেমিং করে কমেন্ট করেছিল। ওই মন্তব্যে বিরক্ত হয়েছিলাম, এটাও নয়।’

[আরও পড়ুন: শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন সহ-অভিনেত্রীই, বিস্ফোরক শ্রীলেখা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement