Advertisement
Advertisement

Breaking News

Shruti Haasan

মাদকে আসক্ত শ্রুতি হাসান? প্রশ্ন উঠতেই সপাট জবাব অভিনেত্রীর

অভিনেত্রীর উত্তর শুনলে মাথা ঘুরে যাবে!

Troll asks Shruti Haasan if she's into drugs actress gave befitting reply | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 22, 2023 1:40 pm
  • Updated:June 22, 2023 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বি টাউনের তারকাদের মাদকাসক্তি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। এমনকী অভিনেতার রহস্যমৃত্যুর পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে ডাকও পড়েছিল একাধিক তারকার। এবার প্রশ্ন উঠল শ্রুতি হাসানকে নিয়ে!

আপনি কি মাদক নেন? সরাসরি প্রশ্ন ছোঁড়া হয়েছিল অভিনেত্রীকে। তার সপাট জবাব দিতে পিছপা হলেন না শ্রুতি। সম্প্রতি নিজের ইনস্টা প্রোফাইলে #askmeanything পর্ব করেছিলেন তিনি। সেখানেই জনৈক প্রশ্ন ছোঁড়েন, ‘আপনি কি মাদকে আসক্ত?’ এপ্রসঙ্গে অভিনেত্রীর জবাব, “না, আমি মাদকাসক্ত নই। আমি এমনকী মদও ছুঁই না। খুব সংযমী জীবনযাপন করি। আর এরজন্য আমি নিজের কাছেই কৃতজ্ঞ।”

Advertisement

[আরও পড়ুন: বিতর্কে ডুবেছে ব্যবসা, মাত্র ১৫০ টাকায় টিকিট দিয়ে ড্যামেজ কন্ট্রোল ‘আদিপুরুষ’ টিমের]

প্রসঙ্গত, অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, নিজের দাপটে চলতেই ভালবাসেন শ্রুতি হাসান। এবার কিনা তাঁকে নিয়েই মাদক সেবনের প্রশ্ন উঠল! অতঃপর ওই নেটিজেনকে কষিয়ে জবাব দিতেও ছাড়লেন না।

[আরও পড়ুন: রথের দিনেই ‘রোকা’ সারলেন ‘রাঙা বউয়ে’র সীমন্তিনী! কবে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী পায়েল দেব?]

উল্লেখ্য, শ্রুতি হাসান মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথা বলেন। সেখানে ভক্তরা সাধারণত তাঁর বিয়ে কিংবা প্রেমজীবন সম্পর্কে কৌতূহল দেখান। কিন্তু এবার কিনা সীমা লঙ্ঘন করে শ্রুতির উপর মাদক সেবনের অভিযোগ তুললেন জনৈক! তবে ঠান্ডা মাথায় তার যথাযোগ্য উত্তর দিয়েছেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement