সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বি টাউনের তারকাদের মাদকাসক্তি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। এমনকী অভিনেতার রহস্যমৃত্যুর পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে ডাকও পড়েছিল একাধিক তারকার। এবার প্রশ্ন উঠল শ্রুতি হাসানকে নিয়ে!
আপনি কি মাদক নেন? সরাসরি প্রশ্ন ছোঁড়া হয়েছিল অভিনেত্রীকে। তার সপাট জবাব দিতে পিছপা হলেন না শ্রুতি। সম্প্রতি নিজের ইনস্টা প্রোফাইলে #askmeanything পর্ব করেছিলেন তিনি। সেখানেই জনৈক প্রশ্ন ছোঁড়েন, ‘আপনি কি মাদকে আসক্ত?’ এপ্রসঙ্গে অভিনেত্রীর জবাব, “না, আমি মাদকাসক্ত নই। আমি এমনকী মদও ছুঁই না। খুব সংযমী জীবনযাপন করি। আর এরজন্য আমি নিজের কাছেই কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, নিজের দাপটে চলতেই ভালবাসেন শ্রুতি হাসান। এবার কিনা তাঁকে নিয়েই মাদক সেবনের প্রশ্ন উঠল! অতঃপর ওই নেটিজেনকে কষিয়ে জবাব দিতেও ছাড়লেন না।
উল্লেখ্য, শ্রুতি হাসান মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথা বলেন। সেখানে ভক্তরা সাধারণত তাঁর বিয়ে কিংবা প্রেমজীবন সম্পর্কে কৌতূহল দেখান। কিন্তু এবার কিনা সীমা লঙ্ঘন করে শ্রুতির উপর মাদক সেবনের অভিযোগ তুললেন জনৈক! তবে ঠান্ডা মাথায় তার যথাযোগ্য উত্তর দিয়েছেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.