সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। তারই মাঝে বহুল চর্চিত সিনেমাটি সবাইকে দেখার জন্য আহ্বান জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর দাবি, দেশের ঐক্য প্রতিষ্ঠার জন্য এই সিনেমাটি দেখা অত্যন্ত জরুরি।
শনিবার সপরিবার ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কেরলে যা হচ্ছে এখানে তা প্রকাশ্যে আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন। কিন্তু, অন্যদিকে আমরা লাভ জেহাদের মতো ঘৃণ্য বিষয়ও দেখতে পাচ্ছি। প্রত্যেকের উচিত এর বিরোধিতা করা। দেশের ঐক্যের জন্য এই সিনেমাটি আমার অত্যন্ত প্রয়োজনীয় মনে হয়েছে। প্রতিটি মানুষের এই সিনেমা দেখা উচিত।”
তবে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই কটাক্ষ করেছেন নেটিজেনরা। শনিবারই কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে কংগ্রেস। সেই কথা মনে করিয়ে দিয়ে কেউ কেউ বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ পছন্দ করছেন না বলেও উল্লেখ করেছেন। কেউ কেউ আবার কর্নাটকের মানুষ বিজেপিকে যেভাবে রাজ্য থেকে ছুড়ে ফেলে দিয়েছেন তা নিয়ে সিনেমা বানানোর পরামর্শ দিয়ে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.