Advertisement
Advertisement
Tripti Dimri

জুটি বাঁধছেন তৃপ্তি-কার্তিক, ‘ভুলভুলাইয়া ৩’-এ বড় চমক!

কবে মুক্তি পাবে এই ছবি?

Triptii Dimri joins 'Bhool Bhulaiyaa 3'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 21, 2024 7:17 pm
  • Updated:February 21, 2024 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে একের পর এক চমক। প্রথমে বিদ্যা বালনের ‘মঞ্চুলিকা’ হিসেবে ফেরা। আর এবার আরও বড় চমক দিতে চলেছে এই ছবির টিম। আর তার আভাস দিলেন ‘রুহবাবা’ ওরফে কার্তিক আরিয়ান।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বুধবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় কার্তিক আরিয়ান একটি ধাঁধা পোস্ট করেছিলেন। যেখানে উঁকি মারছে এক অভিনেত্রীর অস্পষ্ট ছবি। আর সেই ছবি দিয়ে কার্তিক ইঙ্গিত দিয়েছিলেন, ‘ভুলভুলাইয়া ৩’ ছবির নায়িকা হবেন কে? অবশেষে সেই তথ্যর পর্দা ফাঁস। নতুন পোস্টে কার্তিক জানিয়ে দিলেন , ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কিয়ারার পরিবর্তে এন্ট্রি নিচ্ছেন তৃপ্তি দিমরি।

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টে সাময়িক স্বস্তি নিশীথের, চাকরি প্রতারণা মামলায় ৮ সপ্তাহের স্থগিতাদেশ দিল আদালত]

 

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া।’ যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর গোছানো গল্পই মন কেড়েছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই তাই এর সিক্যুয়েল নিয়েও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

[আরও পড়ুন: ভামিকার পর বিরুষ্কার সংসারে অকায়, ছেলের নামের অর্থ কী?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement