সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ন্যাশনাল ক্রাশের তকমা ছিনিয়ে নিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর, ‘ভাবী ২’ নামে যেভাবে শোরগোল ফেলে দিয়েছিল তৃপ্তি, তা থেকে বোঝাই গিয়েছিল, এই সুন্দরী লম্বা রেসের ঘোড়া! হলও তেমন। ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যকে সঙ্গী করে বলিউডের একের পর এক হাই ভোল্টেজ ছবিতে নায়িকা হয়ে জমি শক্ত করেছেন। আর এবার সেই তৃপ্তিই শাহরুখ, আলিয়া, দীপিকা, ঐশ্বর্যর থেকে কেড়ে নিলেন সেরার মুকুট! হ্যাঁ, ঠিকই পড়েছেন। তৃপ্তির কামালে একেবারে কাত বলিউডের এ লিস্টের অভিনেতা-অভিনেত্রীরা। ‘ভাবী ২’-এর দুরন্ত ম্যাজিকেই আইএমডিবি তালিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিলেন তৃপ্তি দিমরি। তবে শুধু শাহরুখ, আলিয়া, দীপিকা, ঐশ্বর্য নয়। এই তালিকায়, তৃপ্তি পিছনে ফেললেন দক্ষিণী তারকা সামান্থাকেও।
লায়লা মজনু ছবিতে নজর কেড়েছিলেন। তার পর আসে ওয়েব সিরিজ ‘বুলবুল’। কিন্তু পর্দায় তৃপ্তি দিমরির চমক থাকলেও, তৃপ্তি কিন্তু বলিউডে সঠিক জমি খুঁজে পাচ্ছিলেন না। ঠিক তখনই অফার আসে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির। আর তার পরেই তৃপ্তির ভাগ্যোদয় একের পর এক ছবিতেই সই। বলিউডের বিগ বাজেটের ছবিতেও তৃপ্তির এন্ট্রি। তা কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুলভুলাইয়া ৩’ হোক বা সিদ্ধান্তের সঙ্গে করণের নতুন ছবি ‘ধড়ক ২’। তৃপ্তির এখন হাই ডিম্যান্ড।
কয়েকমাস আগেই রটে যায় হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এমনকী, ভাইরাল হয়েছিল স্যাম ও তৃপ্তির ছবিও। তার আগে অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কার্নেশ শর্মার সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন তিনি। তাহলে কী স্যামের সঙ্গেই বিয়ে করছেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি স্পষ্ট জানান, ”আপাতত বিয়ের কোনও প্ল্যান নেই। কেরিয়ারে মন দিতে চাই। যা রটছে , তা মোটেই সঠিক নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.