Advertisement
Advertisement

Breaking News

Yash Nusrat

যশ-নুসরতের সংসারে ‘পটাকা’ তৃণা সাহা! স্ত্রীর কাণ্ডে ‘সেন্টিমেন্টাল’ নীল?

হঠাৎ কী হল?

Trina Saha in Yash Nusrat's Soda song | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 18, 2024 5:06 pm
  • Updated:January 18, 2024 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশ-নুসরতের (Yash Nusrat) ‘মেন্টাল’ সংসারে আচমকাই ঝড় তুললেন তৃণা সাহা! আর স্ত্রীর কাণ্ড দেখে কি ‘সেন্টিমেন্টাল’ হলেন স্বামী নীল ভট্টাচার্য? হলটা কী হঠাৎ?

১৯ জানুয়ারি, শুক্রবার মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি‘সেন্টিমেন্টাল’ (Senti Mentaaal)!সম্প্রতি সিনেমার নাম পরিবর্তন হয়েছে। থুরি ‘সেন্টিমেন্টাল’। তার আগেই তারকাদম্পতির ফিল্মি সংসারে ‘দমকা হাওয়া’ তৃণা! না, এক্ষেত্রে উদ্বেগের কোনও কারণ নেই অবশ্য। আসলে তারকাদম্পতির ‘সেন্টিমেন্টাল’ ছবির নতুন গানে আইটেম গার্ল হিসেবে ধরা দিয়েছেন তৃণা সাহা। প্রথমবার এমন অবতারে দেখা গেল টেলিঅভিনেত্রীকে। গানের নামও রঙিন- ‘সোডা সং’। মিউজিক ভিডিওতে তৃণার ঠুমকা দেখে দর্শক-অনুরাগীদের প্রায় মুর্চ্ছা যাওয়ার জোগাড়! আর নীল ভট্টাচার্য? এটাও বড় সারপ্রাইজ!

Advertisement

[আরও পড়ুন: কেরিয়ারে ভাঁটা! ‘স্টারডম’ ফেরাতে রামমন্দিরকেই অস্ত্র বানালেন রবি কিষেণ, কী করলেন?]

যশ-নুসরতের ‘সেন্টিমেন্টাল’ ছবির আইটেম গান ‘সোডা সং’য়ে রয়েছেন তৃণার স্বামী নীলও। প্রথমবার তারকাদম্পতি কোনও আইটেন নম্বরে জুটি হিসেবে ধরা দিলেন। যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”

মুম্বইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। মেন্টাল ছবিতে সায়ন্তীকে দেখা যাবে দুষ্টু বিধায়কের চরিত্রে। যাকে ‘দিদিমণি’ নামেই ডাকেন এলাকাবাসী। পুলিশ কমিশনারের চরিত্রে রয়েছেন মদন মিত্রও।

[আরও পড়ুন: ‘এত চেঁচিও না!’, ধমক দিতেই ‘জয়া বচ্চনের ভাই’ বলে খোঁটা শুনলেন জাভেদ আখতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement