Advertisement
Advertisement

Breaking News

বিয়ে নিয়ে চিন্তিত মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প ‘সোয়েটার’

দেখে নিন ছবির ট্রেলার৷

Trailer released of 'Sweater' movies
Published by: Sayani Sen
  • Posted:February 27, 2019 1:05 pm
  • Updated:February 27, 2019 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলমারিতে উঠে গিয়েছিল সোয়েটার৷ কিন্তু বৃষ্টির পর থেকে উষ্ণতার খোঁজ করছেন শীতবিলাসীরা৷ এই পরিস্থিতিতে আলমারি থেকে সোয়েটার টেনে বের করার আগে একবার না হয় নজর দিন ইউটিউবে৷ কারণ বৃষ্টি-বাদলার আবহাওয়ায় ‘সোয়েটার’ নিয়ে হাজির পরিচালক শিলাদিত্য মৌলিক৷ মাত্র একদিনের মধ্যেই বেশ সাড়া জাগিয়েছে তাঁর আগামী ছবির ট্রেলার৷

[‘দ্য হ্যাকার’-এর সূত্র ধরেই জুটি বাঁধছেন আরিয়ান-এনা]

মধ্যবিত্ত পরিবারের বিবাহযোগ্য মেয়ে টুকু৷ যাঁর বিয়ের জন্য বহুবার বাড়িতে সম্বন্ধ এসেছে৷ সেজেগুজে বসেছে সে৷ কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে বাতিল হয়ে গিয়েছে বিয়ের কথা৷ প্রেম করে মেয়েটি৷ কিন্তু প্রেমিকের থেকে যোগ্য সম্মান পায়নি৷ ইতিমধ্যেই একজন পাত্রের বাড়ি থেকে দেখতে আসে টুকুকে৷ ওই পাত্রের মায়ের দাবি তাঁর ছেলের স্ত্রী সে-ই হবে যে ভাল সোয়েটার বুনতে পারে৷ বিয়ের চেষ্টায় আপ্রাণ পরিবারের মেয়ে টুকু মেনে নেয় সেই শর্ত৷ রাজি হয়ে যায় সোয়েটার তৈরি করতে৷ এই পরিস্থিতিতে টুকুর পাশে এসে দাঁড়ান তার পিসি৷ শুরু হয় সোয়েটার বোনার কাজ৷ এরই মাঝে একজনের সঙ্গে আলাপ হয় টুকুর৷ প্রেমিকের সামনে দিয়েই ওই ওই যুবকের সঙ্গে মেলামেশা করতে শুরু করে টুকু৷ পাহাড়ি পথে বাইকে চড়ে ঘুরে বেড়াতে শুরু করে সে৷ পাহাড়ি হাওয়ায় ডানা মেলতে শুরু করে টুকুর স্বপ্নেরা৷ শেষ পর্যন্ত টুকুর সঙ্গে কার বিয়ে হল, তা জানতে গেলে দেখতে হবে ‘সোয়েটার’৷

Advertisement

[বড়পর্দায় অভিষেক তৃণার, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?]

সাধারণ মেয়ে টুকুর চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে৷ গোটা ট্রেলার জুড়েও তারই আধিপত্য৷ তার অভিনয় ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের৷ এছাড়াও ছবিতে রয়েছেন শ্রীলেখা মিত্র, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, অনুরাধা মুখোপাধ্যায় ও সৌরভ দাস-সহ আরও অনেকে৷ সব ঠিকঠাক থাকলে আগামী মার্চেই মুক্তি পাবে শিলাদিত্য ভৌমিকের এই ছবি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement