Advertisement
Advertisement
Vicky Kaushal

দেশপ্রেম উসকে দিয়ে মুক্তি পেল ‘সর্দার উধম’ ছবির ট্রেলার, নজর কাড়লেন ‘বিপ্লবী’ ভিকি কৌশল

অক্টোবরেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

Trailer of Vicky Kaushal starrer Sardar Udham is out now | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 30, 2021 3:28 pm
  • Updated:September 30, 2021 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি পরিচালক সুজিত সরকারের (Shoojit Sircar) হাত ধরে রুপোলি পর্দায় ফুটে উঠতে চলেছে বিপ্লবী উধম সিংয়ের (Sardar Udham) বায়োপিক। আর সেই ছবিরই ট্রেলারে দারুণভাবে নজর কাড়লেন অভিনেতা ভিকি কৌশল। বৃহস্পতিবার মুক্তি পাওয়া ছবির ট্রেলারে ভেসে উঠেছে ১৯৪০ সালের ব্রিটেনকে। আরও একবার দেশপ্রেমের আবেগ উসকে দিল বলিউড। 

ভিকিকে (Vicky Kaushal) প্রথম দেখাতেই উধম সিংয়ের চরিত্রের জন্য পছন্দ হয়ে গিয়েছিল সুজিত সরকারের। তাছাড়া, ভিকি নিজেও পাঞ্জাবের শিখ পরিবারের ছেলে। তাই সর্দার উধম সিংয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর কাঁধেও একটা বড় দায়িত্ব বর্তেছে। বিপ্লবী হিসেবে ভিকির ফার্স্ট লুক চর্চার শীর্ষে উঠে এসেছিল। বলিউডের সাম্প্রতিক হার্টথ্রব ‘উরি’ খ্যাত ভিকিকে উধম সিংয়ের চরিত্র মন কাড়ে অনুরাগীদের। এবার ট্রেলারে দেখা গেল ব্রিটিশভূমে তাঁর বিপ্লবী কার্যকলাপ, তাঁর উপর ব্রিটিশদের অত্যাচার, জেল হেফাজতে নৃশংস সব দৃশ্য।

Advertisement

[আরও পড়ুন: মালদ্বীপে রাজের সঙ্গে অন্তরঙ্গ শুভশ্রী, অভিনেত্রীর উষ্ণ ছবিতে মজল অনুরাগীরা]

১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের (Jallianwala Bagh Massacre of 1919) প্রতিশোধ নিতে ১৯৪০ সালে পাঞ্জাবের তৎকালীন লেফ্টেন্যান্ট গভর্নর মাইকেল ও’ডয়ের করে হত্যা করেছিলেন উধম সিং। ব্রিটিশ শাসিত ভারতের সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরবেন ‘পিংক’ খ্যাত পরিচালক। এদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি প্রকাশ্যে এনে ভিকি লেখেন, “এক চিরস্মরণীয় ব্যক্তি উধম সিংয়ের কাহিনি নিয়ে তৈরি ছবির ট্রেলার মুক্তি পেল। এ হল বিপ্লবের কাহিনি।” তবে পুরো কাহানিই বয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভিকির কাঁধেই। কারণ তিনি ছাড়া তেমন কোনও উল্লেখযোগ্য মুখ নেই। ছবিতে দেখা যাবে বনিতা সান্ধু, কির্স্টি এভারটন-সহ অনেককে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমা হলে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ছবিটি। আগামী ১৬ অক্টোবর থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘সর্দার উধম’।

[আরও পড়ুন: Manike Mage Hithe: এবার ইয়োহানির গান গাইলেন রানু মণ্ডল, ফের ভাইরাল রানাঘাটের ‘লতা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement