Advertisement
Advertisement

Breaking News

The Great Indian Family Trailer

হিন্দু থেকে মুসলিম হলেন ভিকি কৌশল! ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য

এমন কীভাবে হতে পারে?

Trailer of Vicky Kaushal, Manushi Chhillar starrer The Great Indian Family is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 12, 2023 9:11 pm
  • Updated:September 12, 2023 9:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা এল এক চিঠি। তাতেই বিস্ফোরক তথ্য। যে ভিকি কৌশল (Vicky Kaushal) এতদিন হিন্দু ছিলেন, তিনি নাকি আদতে মুসলিম! এ কীভাবে হতে পারে? অবশ্যই সিনেমার পর্দায়। আর এমনই গল্প নিয়ে প্রকাশ্যে এল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র (The Great Indian Family) ট্রেলার।

The-Great-Indian-Family-1

Advertisement

আদিত্য চোপড়ার প্রযোজনায় নতুন এই ছবি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে বেদ ব্যাস ত্রিপাঠী ওরফে ভজন কুমারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি। পণ্ডিত পরিবারে বড় হয়ে ওঠা বেদের। পূজা-পাঠ করেই সংসার চলে তাদের। এর পাশাপাশি রয়েছে ভজন-কীর্তনের অনুষ্ঠান। এলাকার সেরা ভজন-গায়ক ভিকির চরিত্র বেদ। বেদের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার (Manushi Chhillar)।

[আরও পড়ুন: দুঃস্বপ্নের করোনা, টিকা তৈরির দুরন্ত লড়াই নানা-রাইমা-পল্লভির ‘ভ্যাকসিন ওয়ার’-এর ট্রেলারে]

সমস্ত কিছু ঠিক চলছিল। একটি চিঠিতে তাল কাটে। যাতে জানানো হয়, ৭ ডিসেম্বর জন্ম হওয়া পুত্রসন্তান অর্থাৎ ভজন কুমার মুসলিম। এতেই অশান্তির সূত্রপাত। নিজের পরিবারেই ব্রাত্য হয়ে যায় বেদ। ধর্মের বেড়া ভেঙে কি সে পারবে আপনজনদের ফিরে পেতে? প্রশ্নের উত্তর মিলবে আগামী ২২ সেপ্টেম্বর। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’।

The-Great-Indian-Family-2
ভিকি-মানুষী ছাড়াও সিনেমায় রয়েছেন মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, যশপাল শর্মা, সাদিয়া সিদ্দিকি, সৃষ্টি দীক্ষিত, আসিফ খান। ২০২০ সালে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শুটিং শেষ হয়। এত দেরিতে কেন ছবি মুক্তি পাচ্ছে তা জানা যায়নি। তবে ‘জরা হাটকে জরা বাঁচকে’র পর ভিকির কেরিয়ারে আরও এক ফ্যামিলি-কমেডি যুক্ত হল।

[আরও পড়ুন: রক্তমাখা প্রতিশোধের গল্প ‘হাড্ডি’, রূপান্তরিত মানুষের চরিত্রে কেমন অভিনয় করলেন নওয়াজ?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement