Advertisement
Advertisement

Breaking News

ওয়েব সিরিজ

আসছে ‘ক্রিমিনাল জাস্টিস’, ওয়েব সিরিজের ট্রেলারেই বাজিমাত

৫ এপ্রিল থেকে হটস্টারে দেখা যাবে সিরিজটি৷

Trailer of 'Criminal Justice', a webseries has been launched and get high response
Published by: Sucheta Sengupta
  • Posted:March 29, 2019 9:49 pm
  • Updated:March 29, 2019 9:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক রাতের সহবাস জীবনে এমন জটিলতা নিয়ে আসবে, তা দুঃস্বপ্নেও ছিল না৷ কিন্তু বাস্তবে হল তাইই৷ রাতে ঘুমিয়ে সকালে ওঠার পর সঙ্গিনীর রক্তাক্ত দেহ চোখে পড়াটাই মোড় ঘুরিয়ে দিল আদিত্যর জীবনে৷ চলে গেল স্মৃতিশক্তি৷ তারপর…

                                                       আরও পড়ুন : ৫ এপ্রিল থেকে ফের শহরের প্রেক্ষাগৃহ কাঁপাবে ‘ভবিষ্যতের ভূত’]

তারপরের কাহিনি জানতে গেলে দেখতে হবে হটস্টার স্পেশ্যাল ওয়েব সিরিজ ‘ক্রিমিন্যাল জাস্টিস৷’ এ নিয়ে দ্বিতীয়বার হটস্টার স্পেশ্যাল ব্যানারে নিজেদের তৈরি ওয়েবসিরিজ বের করছে৷ ২০০৮-০৯-এ বিবিসিতে সম্প্রচারিত হয় ‘ক্রিমিনাল জাস্টিস’৷ এবার ভারতে নির্মাণ হয়েছে সেই সিরিজ৷ সম্প্রতি ট্রেলার মুক্তি পেল ইউটিউবে৷ আর তাতেই বেশ সাড়া পড়েছে৷ একেবারে বাছাই করা অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে কাজ করছে হটস্টার৷ যেমন, এই সিরিজে কাজ করছেন জ্যাকি শ্রফ, মিতা বশিষ্ঠের মতো বড় পর্দায় সফল অভিনেতা৷ এঁদের পাশাপাশি রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, অনুপ্রিয়া গোয়েঙ্কা, গৌরব দ্বিবেদী-সহ একাধিক তরুণ স্টার৷ সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন ‘পান সিং তোমর’ খ্যাত তিগমাংশু ধুলিয়া এবং বিশাল ফুরিয়া৷ স্ক্রিপ্ট লিখেছেন শ্রীধর রাঘবন৷ যিনি টেলিসিরিজ ‘সিআইডি’-র চিত্রনাট্যকার হিসেবে বেশ সফল৷ ওয়েব সিরিজটির প্রযোজনায় অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট৷ ৫ এপ্রিল হটস্টারে দেখতে পারবেন ‘ক্রিমিনাল জাস্টিস’৷

Advertisement

                                                       আরও পড়ুন : প্রেমের গল্প কতটা ফুটিয়ে তুলতে পারল ‘নোটবুক’?]

২০০৮ সালে ‘ক্রিমিনাল জাস্টিস’ বিবিসিতে পাঁচ পর্বে টেলিসিরিজের পরিচালনা করেছিলেন পিটার মোফাট নামে এক ব্রিটিশ পরিচালক৷ এটি ২০১৬ এবং ২০১৭এ পরপর দু’বার বাফটা পুরস্কার পেয়েছিল৷ তারপরই সিরিজটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে একে নিজেদের ব্যানারে দর্শকদের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে হটস্টার কর্তৃপক্ষ৷ এর আগে এমএস ধোনি-র উপর তৈরি তথ্যচিত্র ‘রোর অফ দ্য লায়ন’ দেখা গিয়েছিল হটস্টার স্পেশ্যালে৷ পরবর্তী সময়ে ‘দ্য অফিস’ এবং ‘ইজরায়েলি সিরিজ’ নামেও আর দুটি ওয়েবসিরিজ হটস্টার স্পেশ্যালের ব্যানারে দেখা যাবে৷ তবে দর্শকদের ফোকাসে এখন শুধুই ‘ক্রিমিনাল জাস্টিস’৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement