সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র আলিয়া ভাটের বাবা চন্দন চট্টোপাধ্য়ায় ওরফে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury) বলিউডে সুপারহিট। রণবীর সিং, আলিয়া, শাবানা আজমি, ধর্মেন্দ্রর মতো বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন টলিউডের হ্যান্ডসাম নায়ক। ‘রকি-রানি’ ছবিতে অভিনয় করে এর আগেও করণের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। এমনকী, টোটার অভিনয় দেখেও তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা পাঠিয়ে ছিলেন করণ (Karan Johar)। আর এবার টোটার পালা। শনিবার করণের জন্মদিনে সোশাল মিডিয়ায় কলম ধরলেন টোটা। ইনস্টাগ্রামের পাতায় খুললেন মন।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ের সময়ের এক ছবি শেয়ার করে করণ লিখলেন, ”জন্মদিনের শুভেচ্ছা করণ স্যার। আপনি সবচেয়ে নম্র, বিশাল হৃদয়ের মানুষ। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে এবং কাজ করে সত্যিই গর্বিত আমি। আপনি কখনই আমাকে আউটসাইডারের নজরে দেখেননি। আমার সব সময়ই মনে হয়েছিল, এই জগতের সঙ্গেই যেন আমি মিলেমিশে গিয়েছি। আমি সারাজীবন আপনার প্রতি কতৃজ্ঞ থাকব। চন্দন চট্টোপাধ্যায়ের চরিত্র দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”
View this post on Instagram
করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাওয়ার পর থেকেই টোটা রায়চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
‘রকি অউর রানি’তে ‘চন্দন চ্যাটার্জি’র চরিত্রে দেখা গিয়েছে টোটাকে। রণবীর সিং, আমির বশিরের স্টিরিওটিপিকাল ‘আলফা মেল’ চরিত্রায়ণের পাশাপাশি ‘চন্দন’-এর চরিত্র একেবারেই নিউট্রাল। ক্লাসিক্যাল ডান্সারের চরিত্র হলেও কোনওভাবেই তাঁকে মেয়েলি করে দেখানো হয়নি। নিজের চরিত্র সম্পর্কে টোটা সংবাদ প্রতিদিনকে বলেছিলেন, ‘করণ প্রথম থেকেই স্ট্রিক্ট ছিলেন যাতে কোনওভাবেই স্টিরিওটাইপ না হয়। আধ ঘণ্টায় যে অডিশন ক্র্যাক করেছিলাম সেই নিউট্রাল অভিনয় করণ সেটে চেয়েছিলেন। অনেক নৃত্যশিল্পী, মেকআপ আর্টিস্ট, ডিজাইনারদের সঙ্গে আমি পরিচিত। অনেকেই খুব সফল না হলেও নিজের কাজ নিয়ে আনন্দে থাকেন। তবে একটা চাপা দুঃখও থাকে যে, যখন তাঁরা শুরু করেছিলেন হয়তো সমাজের আর পাঁচজনকে পাশে পাননি। কিন্তু সেটাকে অতিক্রম করে গিয়েছেন তাঁরা। চন্দনের চরিত্রটা করতে গিয়ে আমি শিল্পীর এই অভিমানের কথা মাথায় রেখেছিলাম।’
টোটা এবং রণবীর সিংয়ের ‘ডোলা রে’ নাচের সিকোয়েন্সে তুমুল হাততালি এবং সিটি। ১৯৯৩ সালে প্রভাত রায়ের ‘দুরন্ত প্রেম’ ছবিতে টোটা রায়চৌধুরির ডেবিউ হয়। প্রায় তিরিশ বছর হতে চলল তাঁর কেরিয়ারের। মেনস্ট্রিম বাংলা ছবি ‘লাঠি’, ‘শুধু একবার বলো’, ‘সন্তান যখন শত্রু’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পাশাপাশি তিনি ‘শুভ মহরৎ’, ‘চোখের বালি’, ‘পদক্ষেপ’-এর মতো ছবি দিয়ে শুরু করেছিলেন। সম্প্রতি টোটা অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘ফেলুদা’ সিরিজেও। তার মাঝে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে বাংলার মানুষের ড্রয়িং রুমে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন টোটা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.