Advertisement
Advertisement
Animal

‘অ্যানিম্যাল’-এ রণবীরের মেশিন গানে ৫০০ কেজির স্টিল! কত লোক বানিয়েছেন? শুনলে থ হবেন!

'অ্যানিম্যাল'-এর মেশিন গানের নেপথ্যের গল্প জানেন?

Took 100 men, 500 kg steel to create Animal's machine gun | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 18, 2023 3:00 pm
  • Updated:December 18, 2023 3:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ (Animal) দেখতে গিয়ে দৈত্যাকার মেশিন গান নিশ্চয় নজর এড়ায়নি? পেল্লাই আকৃতির সেই আগ্নেয় যন্ত্র পর্দায় ভেসে উঠতেই দর্শকরা উল্লাসে ফেটে পড়েছেন। একবার নয় বারবার! ‘অ্যানিম্যাল’-এর সেই মেশিন গানের নেপথ্যের গল্প জানেন?

সিনেমার অ্যাকশন সিকোয়েন্স বহুল প্রশংসিত হয়েছে বটে, তবে বিশেষ করে নজর কেড়েছে এই ‘অদ্ভূতদর্শন’ মেশিনগান! বিশালাকৃতির সেই যন্ত্র কিনা ৫০০ কেজি স্টিলের তৈরি। একেবারে চকচকে, ঝকঝকে।  গুলির বৃষ্টি করে ঝাঁজরা করে দিচ্ছে শত্রুবাহিনীর শরীর। সিনে বিরতির আগে মোট ১৮ মিনিটের সেই রোমহর্ষক দৃশ্য সর্বত্রই চর্চায় উঠে এসেছে। যেখানে সিংহভাগ দর্শকদের কৌতূহল ওই মেশিনগানকে নিয়েই। প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারাজন সম্প্রতি ওই দাবনযন্ত্রের নেপথ্যের গল্প ফাঁস করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘২৫০ কোটি নিলে, আর কত?’, চড়াও ‘কবীর সিং’! কাকে দেখে মেজাজ সপ্তমে শাহিদ কাপুরের?]

৫০০ কেজি স্টিল দিয়ে তৈরি ‘অ্যানিম্যাল’ ছবিতে ব্যবহৃত ওই মেশিনগান। সেলভারাজন জানান, “যখন যন্ত্রটা বানিয়েছিলাম, তখন পরিচালক সন্দীপ রেড্ডির ভাবনার কথা মাথায় রেখেছিলাম। ভাবিওনি যে ছবি রিলিজ কররা পর ওই মেশিনগান নিয়ে এত চর্চা হবে। তৈরি করতে সময় লেগেছিল ৫ থেকে ৬ মাস। প্রথম কনসেপ্ট ডিজাইন ছকে নিয়ে তারপর ধাপে ধাপে বানানো হয় ওই অস্ত্র। এরকম একটা জিনিস বানাতে চেয়েছিলাম যা বাজারে কোথাও পাওয়া যায় না। তাই কোনও রেফারেন্সও পাইনি তৈরির সময়ে। একশোরও বেশি মানুষ হাত লাগিয়েছিল ওই মেশিনগান বানাতে। ওজনও ৫০০ কেজির উপর।” ‘অ্যানিম্যাল’-এর সংলাপ ধার করে বলতে গেলে একেবারে ‘মেড ইন ইন্ডিয়া’।

[আরও পড়ুন: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement