সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ছোট্ট জিজ্ঞাসা’ দিয়ে কাহিনির সূত্রপাত হয়েছিল। বাংলা চলচ্চিত্রের ‘অমর’ এক ‘সঙ্গী’র কাহিনি। যা আজ সম্পূর্ণ ‘ইন্ডাস্ট্রি’র নামান্তর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না ‘পোসেনজিৎ’? এই প্রশ্নের সীমা-পরিসীমা ছাড়িয়ে যাওয়া এমন একটা মানুষ যাঁর ‘দোসর’ আজও খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই তো পঞ্চাশ পেরিয়েও আজও অমলিন তাঁর মুখের সেই মিষ্টি হাসি, যা ক্রাচে ভর দিয়ে ‘কাকাবাবু’র এভারেস্ট অভিযানকেও বিশ্বাসযোগ্য করে তোলে।
[প্রথম বাংলা ছবি ‘ডুব’-এর ট্রেলারেই নজরকাড়া ইরফান খান]
‘সোলমেট’ কাকে বলে এই মানুষটির সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলেন অর্পিতা। তাই এই মানুষটার সঙ্গেই জীবন জুড়ে গিয়েছে তাঁর। জন্মদিনে সে কথা স্মরণ করেই নিজের ‘মনের মানুষ’কে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ-ঘরনি। ৫৫ বছরে পড়লেন সবার বুম্বাদা।
I never knew wht SOULMATE mnt until I met u – da man whoz ❤ spoke to mine & whoz soul connected wd mine. Happy Birthday @prosenjitbumba 🎂❤ pic.twitter.com/Qp0OlpRD49
— Arpita Chatterjee (@ArpitaCP) September 30, 2017
একদিন এই মানুষটার কাজ দেখেই বড় হয়েছেন। আজ কেউ কেউ এঁর সঙ্গে কাজও করেছেন। জন্মদিনে তাই প্রিয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালেন জিৎ, আবির, মিমি, মীর, বিরসা, রাজ চক্রবর্তীরাও।
Wishing you a Blockbuster birthday @prosenjitbumba .. 🎂😊😘 stay blessed!! pic.twitter.com/wIjGIYH6gv
— Jeet (@jeet30) September 30, 2017
Happy birthday @prosenjitbumba you are an https://t.co/oDlqWhcIpv & regards always & bear hug on your special day. pic.twitter.com/vmOAmhu5rZ
— Abir Chatterjee (@itsmeabir) September 30, 2017
More glory nd power to @prosenjitbumba love u happy birthday 🎉 pic.twitter.com/9A9ftaGPk5
— Mimi (@mimichakraborty) September 30, 2017
Happy Birthday Rockstar @prosenjitbumba …. Lots of ❤️ pic.twitter.com/PfipcQXU6P
— Mir (@MirUnlimited) September 29, 2017
He is the king of his own kingdom. The industry! Wishing you a very Happy Birthday Legendary superstar of Bengal @prosenjitbumba pic.twitter.com/EEnQqeOpBb
— RCP (@RajChakrabortyP) September 30, 2017
Love you Bumba da, today and always @prosenjitbumba https://t.co/23z29Q9N8a
— Birsa Dasgupta (@BirsaDasgupta) September 30, 2017
কয়েক দশক কেটে গিয়েছে স্টুডিও পাড়ায়। আজও তাঁর কোনও বিকল্প নেই। সমান প্রাণোচ্ছ্বল, সমান উদ্যমী আর তেমনই সংযম। সাফল্যকে কেমন করে ধরে রাখতে হয়, আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে চলতে হয় তা বাঙালির এই নয়া ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র কাছেই শেখা উচিত। কাছ থেকে যাঁরা বুম্বাদাকে দেখেছেন, অনেকেই এ কথায় সায় দেবেন। আর সায় দেবেন আরও একটি কথায়। স্টার-সুপারস্টার অনেকেই রয়েছেন। তবে এখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই ‘ইন্ডাস্ট্রি’। আর ‘ইন্ডাস্ট্রি’ মানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
[প্রয়াত বর্ষীয়ান অভিনেতা টম অলটার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.