Advertisement
Advertisement
Bangladesh

সেনার দখলে বাংলাদেশ, ‘কঠিন সময় সেরে গিয়ে শান্তি ফিরুক’, প্রার্থনায় জিৎ

বলিউড থেকে প্রতিবাদে সরব 'একা' সোনম কাপুর।

Tollywood superstar Jeet, Bollywood Sonam Kapoor praying for Bangladesh
Published by: Sandipta Bhanja
  • Posted:August 5, 2024 4:41 pm
  • Updated:August 5, 2024 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ জুড়ে কার্ফু। উপেক্ষা করেই রাজপথে নেমেছেন কাতারে কাতারে মানুষ। ঢাকার রাজপথে তাঁদের গগনভেদী প্রতিবাদী চিৎকার! প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। ভাঙা হচ্ছে ‘সোনার বাংলাদেশের’ জনক বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত! যে দৃশ্য স্তম্ভিত সভ্য সমাজ। পদ্মাপারের ইতিহাসে এমন ‘কালো দিন’ সম্ভবত আসেনি। গোটা দেশ সেনাবাহিনীর দখলে। অন্তর্বতী সরকার গড়ছে সেনা। বাংলাদেশের এই কঠিন সময়ে প্রার্থনারত টলিউড সুপারস্টার জিৎ।

সোমবার হাসিনা গণভবন ছাড়ার খবর প্রকাশ্যে আসার বেশ কয়েক ঘণ্টা পর দুপুরেই ঢাকার গণভবনে আছড়ে পড়ে জনতার ভিড়। দখল নিয়ে নেওয়া হয় গণভবনের। চলে ভাঙচুর। সেই ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে পরিস্থিতি যে পথে যাচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। অনুমান করা হচ্ছে, প্রতিবেশী দেশের এই অশান্ত পরিস্থিতির পিছনে সরাসরি রয়েছে পাকিস্তানের যোগ। এমতাবস্থায় টলিউড সুপারস্টার জিৎ বাংলাদেশ যাতে দ্রুত সেরে উঠতে পারে, সেই প্রার্থনায় রত।

Advertisement

Bangladesh: Many Dead In Fresh Clashes As Protestors Call For PM Sheikh Hasina’s Resignation | Sangbad Pratidin

[আরও পড়ুন: ‘স্বাধীন দেশে স্বাগত’, হাসিনা বাংলাদেশ ছাড়তেই ‘নিকৃষ্ট, নিষ্ঠুরতম স্বৈরশাসক’ কটাক্ষ ফারুকীর]

এক্স হ্যান্ডেলে জিৎ লিখেছেন, বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।” এদিকে বলিউড থেকে বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন একমাত্র সোনম কাপুর। তাঁর মন্তব্য, “ভয়ানক হৃদয়বিদারক। প্রার্থনা করছি।”

[আরও পড়ুন: ‘লাশের হিসাব কে দেবে? কোন কোটায় দাফন হবে?’, অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে মন কাঁদছে স্বস্তিকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement