Advertisement
Advertisement

Breaking News

Dev

পানসুপারি, মাছ-মিষ্টি, ছাদনাতলায় হাতে হাত, সপরিবারে বিয়ের আমন্ত্রণ জানালেন দেব!

রাত পোহালেই বড় চমক দেবেন দেব!

Tollywood superstar Dev's Wedding Anthem post from Khadaan goes viral
Published by: Sandipta Bhanja
  • Posted:November 21, 2024 8:36 pm
  • Updated:November 21, 2024 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধেয় একটা পোস্টেই সোশাল মিডিয়ায় প্রায় শোরগোল ফেলে দিলেন দেব (Dev)। টলিউড সুপারস্টারের পোস্টে ‘জোড়ায় শুভারম্ভের’ কথা! ছবিতে বিয়ের তত্ত্বে সাজানো মাছ-মিষ্টি, পানসুপারি… এমনকী বর-বধূর হাতে হাত দেখা গেল। ২২ নভেম্বর সপরিবারে সকলকে আমন্ত্রণ জানালেন অভিনেতা। ব্যস! এই পোস্ট দেখেই নেটপাড়ায় টলিউড সুপারস্টারের বিয়ের জল্পনা উসকে দিলেন অনুরাগীদের একাংশ।

ব্যাপারটা কী? তাহলে কি বিয়ের পিঁড়িতে বসছেন দেব? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। তবে পোস্টের একদম শেষ ছবিটি দেখলেই বিষয়টি খোলসা হবে। দেব আসলে তাঁর পরবর্তী ছবি ‘খাদান’ ( Khadaan)-এর একটি গানের জন্য এহেন প্রচার কৌশল প্রয়োগ করেছেন। ২২ নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমার দ্বিতীয় গান ‘হায় রে বিয়ে’। আর গানের নামেই যখন গাঁটছড়া বাঁধার কথা, তখন পোস্টের নানা ছবিতেও বিয়ের রীতি রেওয়াজ তুলে ধরলেন দেব। কোথাও তত্ত্বে জোড়া মাছ, কোনওটায় আবার ক্ষিরের জোরা প্রজাপতি সন্দেশ, আবারও কোনও ফ্রেমে মেহেন্দি পরা কনের হাত বরের হাতের উপর। আর সুপারস্টারের এমন পোস্ট দেখেই ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘এই গান সুপারহিট হবেই হবে!’ পাশাপাশি অনেকে আবার প্রশ্ন ছুঁড়লেন, ‘আপনি কবে সারবেন?’

Advertisement

দিন কয়েক আগেই ‘রাজার রাজা’ গানে পুরনো ফর্মে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার। নাচে-গানে দেবকে পেয়ে ততোধিক উচ্ছ্বসিত ভক্তরাও। অনুরাগীদের কাছে ‘মাস হিরো’ হয়ে ফিরে এসেছেন তিনি। তাও আবার মহাদেবের আরধনা করে। ‘অনেকদিন পর নাচতে দেখলাম’, ‘পুরনো দিন ফিরেছে’, এমন মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। এবার ‘হায় রে বিয়ে’ গানের পালা। এই গানে কেমন চমক থাকে? সেটাই দেখার। এদিন ছবির দুই প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে দ্বিতীয় গান প্রকাশ্যে আনার কথা ঘোষণা করা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement