সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড সুপারস্টার দেব করবেন ব্যোমকেশ? ‘… দুর্গরহস্য’ ছবির ঘোষণা হওয়ার পর কম ঠাট্টা-টিটকিরি হয়নি! এমনকী তাঁর বাচনভঙ্গী নিয়েও ইন্ডাস্ট্রির অন্দরে মশকরা করেছিলেন সিনেপাড়ার ‘এলিট’ শ্রেণীর অনেকেই। তবে মশালা ফিল্মের হিরো রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই যেভাবে বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হয়ে উঠেছেন, তার উদাহরণ দেবের সাম্প্রতিক কয়েকটি সিনেমাই।
সিনেমার চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও তারকা সাংসদ টলিপাড়ার অন্য নায়কদের তুলনায় এগিয়ে রয়েছেন দর্শকদের বিচারে। কখনও সম্পর্কের গল্প নিয়ে হাজির হয়েছেন, আবার কখনও বা দেশপ্রেমকে উসকে দিয়েছেন। এবার ব্যোমকেশ-এর হাত ধরে গোয়েন্দার ভূমিকাতেও তিনি। এই বিষয়ে ট্রোলডও হতে হয়েছে দেবকে। ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ সিনেমার টিজার রিলিজের পর এবার ফেসবুক লাইভে এসে সেসব কটাক্ষের জবাব দিলেন দেব।
টলিউড সুপারস্টার বললেন, “যখন প্রথম ঘোষণা করা হয় যে আমি ব্যোমকেশ করছি, তখন অনেকেই বলেছিল আমাকে মানাবে না। এতে আমার আপত্তি নেই। আমি নিজেও নিজেকে প্রশ্ন করি, আমি পারব কিনা? যাঁরা আমার দিকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তাঁদের কাছে নিজেকে প্রমাণ করার একটা জায়গা থেকেই যায়। তাই যাঁরা আমাকে নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের আমার ভাল লাগে।”
দেব এও উল্লেখ করেন যে, “বক্সঅফিসের জন্য হয়তো অনেকরকম চরিত্রে অভিনয় করতে হয়, তবে আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জিং চরিত্র করতেই ভালবাসি। ব্যোমকেশ-এর মতো একটা চরিত্র করতে গিয়ে পান থেকে চুল খসলেই যে চূড়ান্ত সমালোচনা অপেক্ষা করছে, সেটা আমি জানতাম। আমি আদতে সেইসব মানুষগুলোকে খুব ভালবাসি যাঁরা আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।”
প্রসঙ্গত, সত্যান্বেষীর চরিত্রে এযাবৎকাল উত্তম কুমার, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত থেকে পরমব্রত চট্টোপাধ্যায়… এতজন অভিনেতা অভিনয় করে ফেলেছেন যে দেবের অভিনয় যে সিনেসমালোচকদের আতসকাচের তলায় থাকবে, তা বলাইবাহুল্য। কিন্তু ব্যোমকেশ নিয়ে যেখানে এতবার কাজ হয়েছে, সেখানে দেব আলাদা করে এই চরিত্রের জন্য কাজি হলেন কেন? সেই প্রশ্নের উত্তরে দেব বললেন, “প্রত্যেকটি ব্যোমকেশ সিনেমাই বাঙালির কাছে গ্রহণযোগ্য। সবকচিই ভাল সাড়া পেয়েছে বক্সঅফিসে। কিন্তু আমরা আলাদাভাবে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। সেটা কতটা পেরেছি, ১১ আগস্ট দর্শকরা দেখেই বলতে পারবেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.