Advertisement
Advertisement

Breaking News

কয়লাখনির রাজনীতি নিয়ে ছবি তৈরি করছেন দেব? ‘প্রধান’ দাপটেই ফাঁস খবর!

নতুন ছবিতে কী চমক থাকছে?

Tollywood star Dev is planning for a new film on Coal mine Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:December 27, 2023 9:06 pm
  • Updated:December 27, 2023 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি চল্লিশ ছুঁয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা দেব যেন আরও পরিণত হয়ে উঠছেন। বছর খানেক ধরেই বিভিন্নরকম ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। কখনও কটাক্ষ, সমালোচনা সঙ্গী হয়েছে তো কখনও বা আবার প্রশংসা জুটেছে সিনে সমালোচক থেকে দর্শক-অনুরাগীদের তরফে। তবে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে যে রেকর্ড রয়েছে, তা জিৎ-প্রসেনজিতের কাছেও নেই। বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র যে ৩টি সিনেমা। তালিকার প্রথম দুটিই দেবের ছবি- ২০১৭ সালের ‘আমাজন অভিযান’ এবং ২০১৩ সালের ‘চাঁদের পাহাড়’।

বর্তমানে ‘সালার’, ‘ডাঙ্কি’ ঝড়ের মাঝেই প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে দেবের প্রধান। মাত্র পাঁচ দিনেই দেড় কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এবার শোনা যাচ্ছে, কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন দেব। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। যদিও আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা এখনও হয়নি। তবে টলিপাড়ার অন্দরে কানাঘুষো খবর, আগামী জানুয়ারিতেই এই নতুন প্রজেক্টের কথা প্রকাশ্যে আনতে চলেছেন দেব। শোনা যাচ্ছে, সিনেমার নাম নাকি কয়লাখনির সঙ্গে সাযুজ্য রেখেই ‘খাদান’ হতে চলেছে। আর নায়িকা?

Advertisement

[আরও পড়ুন: শ্বশুরবাড়ি জিন্দাবাদ! ‘অ্যানিম্যাল’ দেখে জামাই রণবীরকে ‘ফুলমার্কস’ মহেশ ভাটের]

ইদানিং দেব তাঁর বিপরীতে কাস্টিং নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। কখনও ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়া একেবারে নবাগতাকে কাস্ট করে বাজি লড়েছেন তো কখনও বা আবার টেলিপর্দায় জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডুকে দেখা গিয়েছে তাঁর বিপরীতে। এবারও শোনা যাচ্ছে, সেরকমই কিছু চমক থাকছে। আর অনুরাগীদের চমক দিতে টলিবাড়ার বাদশার তো জুড়ি মেলা ভার! আপাতত অপেক্ষা ঘোষণার।

টলিউডে যখন প্রথম পা রাখলেন দেব, গোড়ার দিকে তাঁর সংলাপ বলার ধরণ নিয়ে বহু কটুক্তি-সমালোচনা হয়েছে। আদ্যপান্ত মশালা মুভির হিরো হিসেবে নাক সিঁটকেছিলেন অনেকেই! তবে ট্রোল, সমালোচনায় কান না দিয়ে বরং ইতিবাচক মনোভাব নিয়ে শুধু কাজটাই করে গিয়েছেন দেব। তার ফলও পেয়েছেন। আজ তিনি টলিউড সুপারস্টার। শহর তিলোত্তমা থেকে প্রত্যন্ত গ্রামবাংলা, দেবদার ফ্যান সর্বত্র।

[আরও পড়ুন: গ্যালাক্সির বাইরে জনঅরণ্য, দরবারে এসেই ভক্তদের ‘সালাম নমস্তে’ জানালেন ‘সুলতান’ সলমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement