Advertisement
Advertisement
টলিউড

পাওনা টাকা চাইতে খুনের হুমকি, টলিউডের প্রযোজকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মহিলা

অভিযোগ, ধারালো অস্ত্র হাতে খুনের হুমকি দেন প্রযোজক রমেশ সিংঘল।

Tollywood producer alleged assaults an woman who demands money
Published by: Subhamay Mandal
  • Posted:August 27, 2019 3:58 pm
  • Updated:August 27, 2019 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকেয়া টাকা চাওয়ায় এক মহিলাকে অশ্রাব্য গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল টলিউডের এক প্রযোজকের বিরুদ্ধে। ওই মহিলা বাঁশদ্রোণী থানায় রমেশ সিংঘল নামে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। ওই প্রযোজক আবার বাঁশদ্রোণীর অগ্রদূত ক্লাবের সভাপতি পদেও রয়েছেন।

[আরও পড়ুন: নারদ কাণ্ডে তৎপর সিবিআই, তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিংকে তলব]

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, তারা মা অ্যাডভারটাইজিং এজেন্সি নামে একটি বিজ্ঞাপন সংস্থার কর্ণধার অতশী ভৌমিক নামে ওই মহিলা গত ৫-৬ বছর ধরে প্রযোজক রমেশ সিংঘলের কাছে ৫ লক্ষ ৭২ হাজার টাকা পান। সেই টাকার জন্য দীর্ঘদিন ধরে তাঁকে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ। অধিকাংশ সময়ে ফোনে টাকার কথা বলতেই প্রযোজক অতশীদেবীকে বলতেন, তিনি কলকাতার বাইরে আছেন। দেখা করতে পারবেন না। গত শুক্রবার পাওনা টাকা চাইতে বাঁশদ্রোণীতে প্রযোজকের বাড়িতে যান ওই মহিলা। তখন তাঁকে বলা হয়, সোমবার প্রযোজকের অফিসে আসার জন্য। কথামতো সোমবার সকাল ১১টা নাগাদ রমেশ সিংঘলের অফিসে যান অতশী ভৌমিক। এরপর অভিযোগ, সেখানে প্রযোজক এবং তাঁর ছেলে একটি ঘরে অতশীকে আটকে রেখে অশ্রাব্য গালিগালাজ দেন। এমনকী, একটি ধারালো অস্ত্র নিয়ে এসে ওই মহিলাকে খুনের হুমকিও দেন দুজনে।

Advertisement

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, পা বাদ যেতে চলেছে যুবকের]

এরপর সোমবারই বাঁশদ্রোণী থানায় প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অতশী। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে সহযোগিতা করছে না। প্রাণে বাঁচলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করেছে। এমনকী, অভিযুক্তকে গ্রেপ্তার করারও লক্ষ্যণ দেখাচ্ছে না পুলিশ। বিচারের আশায় বর্তমানে লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের মুখাপেক্ষী অভিযোগকারিনী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement