Advertisement
Advertisement

Breaking News

Tollywood Shooting

তীব্র গরম, স্টুডিওপাড়ায় আউটডোরের সমস্ত শুটিং বাতিল!

শোনা যাচ্ছে, শুটিংয়ের নিয়মেও কিছু বদল আনা হতে পারে।

Tollywood may have hold outdoor Shooting for Heat Wave | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Suparna Majumder
  • Posted:April 18, 2023 6:18 pm
  • Updated:April 18, 2023 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের মতো মরুশহরের সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতার গরম। এর জেরেই সোমবার থেকে বন্ধ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তাপপ্রবাহে নাজেহাল টালিগঞ্জের স্টুডিওপাড়াও। শোনা যাচ্ছে, এই কারণেই নাকি আউটডোর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের খবর, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া নাকি এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি প্রযোজক গিল্ড ও ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়াশন ওরফে ইম্পাকে মেল করে জানানো হয়েছে। প্রবল এই গরমে শুটিং করা অত্যন্ত কষ্টের বিষয়। তাই শুটিংয়ের নিয়মেও কিছু বদল আনা হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মাহি গিল, পাত্র কে?]

এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, বেলা তিনটে পর্যন্ত কোনও মেলের খবর তাঁর কাছে নেই। তেমন হলে তিনি মেলটি আবার খতিয়ে দেখবেন এবং এই সংক্রান্ত বিষয়ে যা পদক্ষেপ নেওয়া দরকার, তাই-ই করা হবে।

এদিকে গতকাল অর্থাৎ সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। তবে এখনই স্বস্তি পাচ্ছে না কলকাতা। মহানগরে বৃষ্টির সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মাহি গিল, পাত্র কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement