সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে ফুঁসছে গোটা রাজ্য। বাংলার গণ্ডি ছাড়িয়ে অভয়ার বিচারের আন্দোলনে শামিল দেশের অন্যান্য রাজ্যগুলোও। যে ঘটনা আবারও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আমজনতা থেকে শিল্পীমহল, সকলেই বিচার চেয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আর এই উত্তাল সময়েই আবারও একটি অনভিপ্রেত ঘটনার খবর। শুটিংয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে মহিলা কমিশনের কাঠগড়ায় টলিউডের জনপ্রিয় এক পরিচালক।
সিনেপাড়ার অন্দরমহল সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাসে এক সিনেমার শুটিং চলছিল। এই ঘটনা তখনকার। টলিপাড়ার খ্যাতনামা ওই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সেটে অভিনেত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। গোটা বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ওই নায়িকা। বুধবার শোনা যাচ্ছে, বাংলা সিনে ইন্ডাস্ট্রির ওই পরিচালককে অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতেই ডেকে পাঠানো হয়েছে মহিলা কমিশনের তরফে।
প্রসঙ্গত, সিনে ইন্ডাস্ট্রিতে এমন ঘটনা নতুন নয়! বলিউড হোক বা টলিউড, বছর খানেক আগে ‘মিটু আন্দোলনে’ সরব হয়েছিলেন দুই সিনেইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই। তবে সময় বদলালেও, নারীদের অবস্থান বা সম্মানের বিষয়টি সেই একইরকম রয়ে গিয়েছে বলে দাবি অনেকের। এমনকী অভিনেত্রীদের পারিশ্রমিক কেন অভিনেতাদের থেকে কম? সেই বিষয়টিও বারবার আলোচ্য বিষয় হয়ে ফিরেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.