সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের জেরে গোটা দেশে জারি লকডাউন। অতঃপর বাড়ি থেকে বেরনো মানা। নাই বা হল নতুন জামা-জুতো, নাই বা হল সেরকম ভূড়িভোজ, স্বাস্থ্য-শরীর ঠিক থাকলে আবার হবে বর্ষযাপন। মাছে-ভাতে রসিক বাঙালি কিন্তু গৃহবন্দি থেকেই করছেন নববর্ষ বরণ। টলিউড তারকাদের ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। বাড়িতে থেকেই নতুন বছরকে নিজস্ব রীতিতে স্বাগত জানাচ্ছেন সকলে। পাশাপাশি, অনুরাগীদেরও আরজি জানিয়েছেন বাড়িতে থেকেই নববর্ষ পালনের জন্যে। খুব শিগগিরিই যে এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব আমরা সকলে মিলে, সেই কামনাই করলেন তাঁরা। কেউ টুইট করে, আবার কেউ বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে।
তৃণমূলের তারকা সাংসদ মিমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে বললেন, এবছর বাড়িতে থেকেই হোক নববর্ষ পালন। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমাদের জন্য বাড়ির বাইরে থেকে লড়াই করছেন সেই সকল চিকিৎসক, নার্স, পুলিশ ও প্রশাসনের কর্মীরা, জরুরি বিভাগের কর্মীরা ও আমার মিডিয়ার বন্ধুরা, তাদের জানাই কুর্নিশ। এছাড়াও সমস্ত ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর যারা আমাদের বাড়িতে থাকাটাকে আরও মজাদার করে তুলেছে তাদের সবার জন্যও রইল আমার আন্তরিক অভিবাদন। আশা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক।”
দিন দুয়েক আগেই খবর মিলেছিলে সাংসদ-অভিনেত্রীর বাবা হাসপাতালে ভরতি। এত কঠিন সময়ের মাঝে সাংসদ নুসরত জাহানও নববর্ষের শুভেচ্ছা জানালেন সকলকে।
“নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে.. শুভ নববর্ষ। বাড়িতে থাকবেন। ভালো থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালবাসা”, বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
View this post on Instagramশুভ নববর্ষ। বাড়িতে থাকবেন।ভালো থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালবাসা।
অভিনব এক পোস্টারের মাধ্যমে আদ্যোপান্ত ফিল্মি কায়দায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ-অভিনেতা দেব।
অভিনেত্রী পাওলি দাম বর্তমানে গৌহাটিতেই। সেখান থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন।
টলিউডের তারকাদম্পতি রাজ-শুভশ্রীকে দেখা গেল আদ্যোপান্ত বাঙালি সাজে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
View this post on Instagram“বৎসরের আবর্জনা দূর হয় যাক ….এসো হে বৈশাখ ….. ” শুভ নববর্ষ 🙏 সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন!
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মনে করিয়ে দিলেন, নতুন-জামা, হালখাতা, মিষ্টিমুখের চেয়েও এখন বেশি জরুরি সুস্বাস্থ্য।
উল্লেখ্য, অভিনেত্রী জয়া আহসানও এই সময়ে বাংলাদেশে রয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বললেন, “আজ বর্ষ শুরুর দিনে এবার সামাজিক দূরত্ব মেনে নিলেও মানসিকভাবে পরস্পরের কাছে যেন থাকি আমরা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ নববর্ষ।”
লকডাউনের জেরে মেয়ে আইরাকে নিয়ে বাংলাদেশে আটকে পড়েছেন সৃজিত-পত্নি মিথিলা। অগত্যা, দু’দেশে দুজন বর্ষবরণ করছেন বাড়িতে থেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.