সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই প্রেমের ব্যাপারে দারুণ বিন্দাস টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। কখনওই প্রেমিক রণজয়কে (Ranojoy) নিয়ে লুকোছাপা করেননি। বরং সোহিনী ও রণজয় দু’জনে বিশ্বাস করেন প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া ফান্ডায়। আর তাই তো খুল্লমখুল্লা প্রেমের প্রকাশ এই দু’জনের। বহু দিন ধরেই একছাদের তলায় রয়েছেন। একসঙ্গে ঘুরছেন পাহাড়ে, সমুদ্রে, মরুভূমিতে। মুহূর্তকে ধরেও রাখছেন হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়াতে ছবিও আপলোড করছেন।
তবে টলিপাড়ায় নতুন গুঞ্জন হল, লিভ ইনের পর এবার নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন সোহিনী ও রণজয়। শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা।
View this post on Instagram
গুঞ্জনের শুরু এক সাক্ষাৎকারের পর থেকেই। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সোহিনী জানান, ‘আমি আর রণজয় দারুণ বন্ধু। দু’জনে খুবই কমফোর্টবেল। তাই বিয়ের ভাবনা তো শুরু করাই যায়। রণজয় চায়, এ বছরে বিয়ে করতে। কিন্তু আমার আত্মীয়-বন্ধুবান্ধবের সংখ্যা প্রচুর। এই করোনা পরিস্থিতিতে বিয়ে করা তো সম্ভব নয়। তাই ঠিক বুঝতে পারছি না কী করব।’ সোহিনীর এই মন্তব্য থেকেই টলিপাড়ায় ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের কথা। তবে এই নিয়ে বিস্তারিত জানাতে একেবারেই রাজি নন সোহিনী ও রণজয়। আপাতত, তাঁরা শুধু প্রেমেই থাকবেন সেটাই নিশ্চিত করেছেন সোহিনী ও রণজয়।
প্রায় দু’মাস ধরে পাহাড়ে ছিলেন সোহিনী ও রণজয়। সদ্য ফিরেছেন কলকাতায়। পাহাড় থেকে আনা স্মৃতিকে সঙ্গে নিয়ে বিয়ের ভাবনায় এখন মত্ত এই জুটি!
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.