Advertisement
Advertisement

Breaking News

Tollywood

টলিপাড়ায় জমজমাট দশমী, কী করলেন শুভশ্রী, শ্রাবন্তী, ঋতুপর্ণারা দেখে নিন

কেউ খেললেন সিঁদুর, কেউ নাচলেন ঢাকের তালে।

Tollywood Celebrities celebrates Dashami | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 5, 2022 9:17 pm
  • Updated:October 5, 2022 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে বছর আবার হবে। আবার এক বছরের প্রতীক্ষা। উমা আসবে ঘরে। সব দুঃখ ভুলে গিয়ে চারদিন গোটা দুনিয়া মেতে উঠবে উমার আগমণে। সেলেব থেকে সাধারণ মানুষ সবাই নিজের মতো করে মেতে উঠবেন দুর্গাপুজোয়। আর তাই তো মা যাওয়ার বেলাও আনন্দে মেতে উঠলেন টলি সেলেবরা। কেউ খেললেন সিঁদুর, কেউ নাচলেন ঢাকের তালে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি ভিডিও। দশমীতে নতুন সাজে ধরা দিলেন শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী, এনা সাহা, তৃণা সাহারা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

Advertisement

সকাল সকালই মণ্ডপে পৌঁছে সিঁদুর খেলায় মেতে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সুযোগ পেয়ে ঢাকের তালে নেচেও উঠলেন তিনি। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। সব মিলিয়ে ঋতুর্পণার দশমী একেবারে জমজমাট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

[আরও পড়ুন: বাওয়ালি রাজবাড়িতে দশমীর স্পেশাল ফটোশুটে নুসরত-যশ, ‘অশ্লীল’ ছবি বলে কটাক্ষ নেটিজেনদের ]

সুযোগ পেয়ে এবারের পুজোয় মুম্বইতে উড়ে গিয়েছিলেন ঋতুপর্ণা। রানি ও কাজলদের বাড়ির পুজোয় অংশও নিয়েছিলেন অভিনেত্রী। রানির পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। দুই বঙ্গললনা মিলে আড্ডাও মেরেছেন। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

[আরও পড়ুন: সিঁদুরখেলার পর ঢাকের তালে নাচ, জমজমাট ঋতুপর্ণার দশমী, দেখুন ভিডিও ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement