Advertisement
Advertisement
রাজ-শুভশ্রী

পুজোর পরই কেনিয়া পাড়ি দিলেন রাজ-শুভশ্রী, দেখে নিন জঙ্গল সাফারির ছবি

সিংহের গুহায় রাজ-শুভশ্রী। তারপর?

Tollywood celeb couple Raj Chakraborty, Subhashree Ganguly’s Africa trip
Published by: Sandipta Bhanja
  • Posted:October 13, 2019 5:28 pm
  • Updated:October 13, 2019 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সারাবছরই ছবির কাজে ব্যস্ত থাকেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাই নিজেদের জন্য একটু ‘কোয়ালিটি টাইম’ বের করে নিতে এই তারকা দম্পতি পাড়ি দিয়েছেন আফ্রিকা মহাদেশে। আপাতত সেখানেই চুটিয়ে জঙ্গল সাফারি করছেন রাজ-শুভশ্রী। আর তার ইঙ্গিত মিলল দম্পতির সোশ্যাল মিডিয়াতেই। কখনও সিংহের গুহায় তো কখনও আবার দূরবীনে চোখ রাখছেন অভিনেত্রী শুভশ্রী। আর তাঁকে সঙ্গ দিচ্ছেন স্বামী রাজ।

[আরও পড়ুন: ‘ঈশ্বর যখন মানুষের শরণে’, সেই গল্পই বলবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মী ছেলে’]

‘পরিণীতা’ ছবির গগনচুম্বী সাফল্যের পরই রাজ এবং শুভশ্রী ব্যস্ত হয়ে পড়েন ‘ধর্মযুদ্ধ’ ছবির শুটিং নিয়ে। তবে নচুন ছবির কাজে ব্যস্ত থাকলেও পুজোর আমেজে গা ভাসাতে কিন্তু ভোলেননি এই তারকা দম্পতি। এই বছরের পুজোটা পরিবার আর আত্মীয়দের সঙ্গেই কাটিয়েছেন তাঁরা। অষ্টমীতে অঞ্জলিও দিয়েছেন। নবপরিণীতা শুভশ্রী এবছরও দশমীতে জমিয়ে সিঁদুর খেলেছেন অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে। দুই অভিনেত্রী স্বামীও ছিলেন সেখানে। এরপরই রাজ এবং শুভশ্রী উড়ে যান আফ্রিকার জঙ্গল সাফারিতে।

Advertisement

সূত্রের খবর, টলিউড ইন্ডাস্ট্রির এই তারকা দম্পরতির বহুদিন ধরেই ইচ্ছে ছিল মাসাইমারা অভয়ারণ্যে যাওয়ার। বিশেষ করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। আর তাই ‘পরিণীতা’র আশাতীত সাফল্যের জন্য আদরের স্ত্রী শুভশ্রীকে কেনিয়া ট্রিপ উপহার দিলেন স্বামী রাজ। কেমন ঘুরছেন রাজ-শুভশ্রী? নিশ্চয় জানতে ইচ্ছে করছে! তাহলে চোখ বুলিয়ে নিন এই ফটোগুলোয়।

দেখে নিন সেই অ্যালবাম

[আরও পড়ুন: পরের পুজোতেও সত্যান্বেষণে ফিরছেন পরমব্রত, উন্মোচিত হবে ‘দুর্গরহস্য’ ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

😘❤️ @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#latepost #loveforwildlife #serengetinationalpark PC @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#tanzania🇹🇿 #serengetinationalpark welcomes us with this cutie pie #lioncubs #africa #safari with love @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Oh! PC @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Unconditional love #Africa #safari #lion #amazingfeeling @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement