Advertisement
Advertisement

Breaking News

Saraswati Puja

বাগদেবীর আরাধনায় অমিতাভ বচ্চন, বিশেষ বার্তা প্রসেনজিতের, দেখুন তারকাদের পুজো

বালির কারুকাজে দেবীর মূর্তি তৈরি করেছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক।

Tollywood, Bollywood celebrity and others celebrates Saraswati Puja | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 16, 2021 5:17 pm
  • Updated:February 16, 2021 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে উঠেই গায়ে হলুদ-নিমপাতার বাটা মেখে স্নান। তারপর নতুন বস্ত্র পরে সরস্বতী পুজো (Saraswati Puja)। বাড়ির পুজো কোনওমতে সেরে বাইরে বেরিয়ে পড়া। করোনা (Corona Virus) কালেও এই নিয়মের ব্যতিক্রম নেই। নতুন পাঞ্জাবি ও নতুন শাড়ি পরে বেরিয়ে পড়েছেন অনেকেই। এবার বাড়তি গয়না হিসেবে মুখে থাকছে মাস্ক। বাগদেবীর আরাধনায় মেতেছেন তারকারাও।

অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় আলোকিত হোক সকলের মন। বিদ্যার দেবীর কাছে এই প্রার্থনাই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

Advertisement

দেবী সরস্বতীর সাজে নিজের পুরনো ছবি ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শোনা গিয়েছে পুরনো এই ছবির জন্যই নেটদুনিয়ায় ট্রোলড হয়েছেন তিনি।  শুধু শিক্ষা নয়, জ্ঞানের আলোয় মনকে আলোকিত করার কথা বলেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee)

ছবি টুইট করেছেন সায়নী ঘোষও (Saayoni Ghosh)। তাঁর পোস্ট করা ছবিতে আবার রয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারের মতো তারকারা।

বাগদেবীর আরাধনায় মেতেছিলেন তৃণমূল নেতা অরূপ রায় এবং বিজেপি নেত্রী লকেট চট্টেপাধ্যায়ও।

[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে রবীন্দ্রসংগীত গেয়ে জনসংযোগ মন্ত্রী গৌতম দেবের]

সরস্বতী পুজো হয়েছে বলিউডের বচ্চন পরিবারেও। সেই ছবি টুইট করেছেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ছবি পোস্ট করেছেন উস্তাদ আমজাদ আলি খান (Amjad ali khan)। বালির কারুকাজে দেবীর মূর্তি তৈরি করেছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)।

[আরও পড়ুন: পরনে লাল শাড়ি, কুন্দনের গয়না, দিয়া মির্জার বিয়ের ছবি মন কেড়েছে নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement